water
কলকাতা: উইকেন্ডে বাড়িতে আত্মীয় বা বন্ধুদের নিয়ে প্ল্যান আছে? তাহলে কিন্তু আপনার টেনশন বেড়ে যাবে। কারণ জলের সঙ্কট হতে পারে বাড়িতে। আসলে শহরের বহু জায়গায় এদিন জল সরবরাহ ব্যাহত হতে চলেছে। কলকাতার বিস্তীর্ণ এলাকায় আজ তাই দুর্ভোগ দেখা দিতে পারে। জেনে নেওয়া যাক, কোথায় কোথায় জল সরবরাহ আজ বন্ধ।
ধাপায় ‘জয় হিন্দ জলপ্রকল্প’-এ সংস্কারের কাজ চলায় কলকাতার একাধিক অঞ্চলে আজ জল সরবরাহ বন্ধ থাকছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই সংস্কারের কারণে পিকনিক গার্ডেনস, আনন্দপুর, মুকুন্দপুর, বাঘা যতীন, কসবা, রামলাল বাজার, পাটুলি, গড়িয়া, হালতুর মতো জায়গায় জল সঙ্কট হবে। এইসব অঞ্চল ছাড়াও কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ড যেমন ৯১,৯২,৯৯,১০০,১১০-এ জল থাকবে না। রবিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা।