নয়াদিল্লি: চানা চারবার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাংক৷ বুধবার চলতি ত্রৈমাসিকে আরবিআইয়ের রেপো রেট ০.৩৫ শতাংশ কমানোর ঘোষণা করেছে৷ নয়া হার কার্যকর হয়ে দাঁড়াচ্ছে ৫.৪০ শতাংশে৷ গত ৯ বছরের মধ্যে এই হার সর্বনিম্ন৷ আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন অর্থনৈতিক নীতি নির্ধারক কমিটি আজ এই ঘোষণা করেছে৷ নয়া হার কার্যকরের ফলে ব্যাংকগুলি গ্রাহকদের ঋণের ইএমআইয়ের বোঝা কিছুটা কমাবে৷ বলে আশা করা হচ্ছে।
GDP projection adjusted to 6.9% for this year from the earlier projection of 7% . https://t.co/qHRiiaZjoD
— ANI (@ANI) August 7, 2019
রিজার্ভ যে সুদের হার কমালো তার সুবিধা কিন্তু, বাণিজ্যিক ব্যাংকগুলির বর্তমান ঋণগ্রহীতারা পাবেন না৷ বাণিজ্যিক ব্যাংকগুলি যদি তাদের গৃহঋণে সুদের হার এখন কমায় তবে সেই সুবিধা তাঁরাই পাবেন যাঁরা নতুন গৃহঋণ নেবেন৷ কেননা, নতুন অর্থবর্ষ থেকে ব্যাংকগুলি গৃহঋণ দেওয়া শুরু করেছে তাদের আমানত জোগাড়ের প্রান্তিক খরচ বা মার্জিনাল কস্ট-বেসড লেন্ডিং রেট-এর (এমসিএলআর) ভিত্তিতে৷ আর, বেশিরভাগ ব্যাংকই তাদের গৃহঋণে সুদের হার নির্ধারণ করে ব্যাংকের এক বছরের এমসিএলআর-ভিত্তিতে৷ অর্থাৎ আপনি যে সুদের হারে গৃহঋণ নিয়েছেন সেই সুদের হার ঋণ নেওয়ার এক বছর পর সংশ্লিষ্ট এমসিএলআর-এ বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে বাড়বে বা কমবে৷