truck
কলকাতা: ফের রেলপথে বিপত্তি৷ মধ্যরাতে বালিবোঝাই লরির সঙ্গে আপ রাধিকাপুর এক্সপ্রেসের ধাক্কা। প্রবল ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় যাত্রীদের৷ জানলা দিয়ে মুখ বাড়িয়ে তাঁরা দেখেন ট্রেনের একটি কামরা দাউদাউ করে জ্বলছে৷ মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুরে ঘটনাটি ঘটে৷ লরির সঙ্গে ধাক্কায় আগুন লেগে যায় ট্রেনের ইঞ্জিনে। যদিও চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় আপ রাধিকাপুর এক্সপ্রেস। খবর পেয়েই অকুস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ কর্তারা। পৌঁছয় রেল রক্ষী বাহিনী এবং দমকলের দু’টি ইঞ্জিন। দমকলের তৎপরতায় ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
এই দুর্ঘটনার জেরে ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ তবে কেউ গুরুতর আহত হননি৷ রবিবার রাত দেড়টা নাগাদ ফরাক্কার বল্লালপুর সেতুর নীচে রেললাইনের উপর একটি বালিবোঝায় লরি চলে আসে। লরিটিকে দেখা মাত্রই আপৎকালীন ব্রেক কষেন ট্রেনর চালক। কিন্তু তাতেও সংঘর্ষ এড়ানো যায়নি। সেই সময় গতি নিয়েই ছুটছিল রাধিকাপুর এক্সপ্রেস৷ দ্রুত গতিতে ছুটি আসা ট্রেনটি ধাক্কা মারে বালিবোঝাই লরিতে। এদিকে, হঠাৎ ব্রেক কষা ও সংঘর্ষের জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। ইঞ্জিনের চাকাও লাইনচ্যুত হয়। ট্রেনের ধাক্কায় লরিটির একটি অংশ পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইনের একটি অংশও৷