bjp
কলকাতা: গোবলয়ে গেরুয়া ঝড়। চার রাজ্যের নির্বাচনে কার্যত দর্যুদস্তু কংগ্রেস৷ রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তীসগঢ়ের ল্যান্ডসাইট ভিক্ট্রি পেয়েছে বিজেপি৷ তেলেঙ্গানায় জিতে কোনও মতে মুখরক্ষা করেছে কংগ্রেস৷ তিন রাজ্যে বিজেপির এই জয়ের আঁচ পড়েছে বাংলাতেও। জুগিয়েছে বাড়তি অক্সিজেন৷ গেরুয়া আবিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মীরা৷ সোমবার বিধানসভায় নিজের হাতে লাড্ডু বিলি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এদিন সকাল সোয়া দশটা নাগাদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভার কক্ষে ঢুকতেই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। এদিকে, আজ বিধানসভার ৬ নম্বর গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখায় এসইউসিআই-এর সমর্থকরা৷ পুলিশের সঙ্গে শুরু হয় ধ্বস্তাধ্বস্তি৷ টেনে হিঁচড়ে তাঁদের ভ্যানে তোলে পুলিশ৷ বিরোধীরা যখন বিধানসভার বাইরে ঝড় তুলেছে, তখন বিধানসভার অন্দরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি’র বিরুদ্ধে লড়াইয়ে এটিই এখন অন্যতম অস্ত্র এ রাজ্যের শাসক শিবিরের৷
সোমবার বিধানসভায় উপস্থিত হওয়ার পরই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়াতেই অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। সেই সঙ্গে ওঠে ‘চোর’ স্লোগান৷ তবে এদিন শুধু বকেয়া ইস্যুতেই বার্তা দেননি মুখ্যমন্ত্রী, সোমবার বিধানসভার অধিবেশনে স্বাস্থ্যসাথী নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, স্বাস্থ্যসাথী কার্ড ফেরাতে পারবে না রাজ্যের কোনও হাসপাতাল বা নার্সিংহোম। এমনটা হলে কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি তাঁর৷ তিনি আরও জানান, হাসপাতাল ও নার্সিংহোমগুলির বিরুদ্ধে অভিযোগ বিবেচনার জন্য বিশেষ কমিশন গড়া হয়েছে। একগুচ্ছ হাসপাতাল-নার্সিংহোমের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে৷ তাদের জরিমানা করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷
এদিন মুখ্যমন্ত্রী বিধানসভায় আসার পরই ঝড় ওঠে বিধানসভায়৷ হইচই শুরু করে দেন বিজেপি বিধায়করা৷ ওয়াক আউটের আগে এক দফা বাক বিতন্ডাও হয় তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে৷ বিধানসভায় ওঠে ‘চোর’ স্লোগান৷ প্রথম স্লোগান তোলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়৷পরবর্তীতে শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও সহ বাকি বিধায়করা তাঁরাও চোর স্লোগান দিতে শুরু করেন এবং অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান৷ বাইরে বেরিয়ে লাড্ডু বিলি করেন শুভেন্দুরা৷ এদিন গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট ঝুলিয়ে বিধানসভায় এসেছিলেন বিজেপি বিধায়করা৷ মাথায় পদ্ম আঁকা গেরুয়া টুপি৷ তিন রাজ্যে বিজেপি’র জয়ে অনেকটাই চনমনে গেরুয়া শিবির৷
এদিকে, বিধানসভার বাইরে এদিন বিক্ষোভ দেখায় এসইউসিআই৷ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী, বিধায়কদের কঠোর শাস্তির দাবিতে স্লোগান তোলেন তাঁরা৷ সেই সঙ্গে তাঁদের দাবি, যোগ্য চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগ করতে হবে৷ রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা নিয়েও প্রতিবাদ জানান তাঁরা৷ বিক্ষোভরত এসইউসিই কর্মীদের বাধা দেয় পুলিশ৷ শুধু হয় ধস্তাধস্তি৷ পরে তাঁদের চেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়৷