ফ্লোরিডায় ট্রাম্পের বাড়িতে FBI-এর হানা, চলছে অভিযান

ফ্লোরিডায় ট্রাম্পের বাড়িতে FBI-এর হানা, চলছে অভিযান

ফ্লোরিডা: প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার রিসোর্টে হঠাৎই হানা এফবিআইয়ের। জানা যাচ্ছে গতকাল অর্থাৎ সোমবার থেকেই তাঁর বিলাসবহুল রিসোর্ট মার-এ-লাগোতে অভিযান চালাচ্ছেন এফবিআইয়ের এজেন্টরা। চলছে রুদ্ধদ্বার অভিযান। তবে কি কারণে এই তল্লাশি অভিযান তা এখনো স্পষ্ট নয়। ঘনিষ্ঠ মহল  সূত্রে জানা যাচ্ছে এফবিআইয়ের অভিযানের সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে সরকারের গোপন নথি সরানোর যোগসূত্র থাকতে পারে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই বিষয়ে তদন্ত চালাচ্ছে মার্কিন বিচার বিভাগ। সেক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ সূত্র পেতে এই তল্লাশি অভিযান কিনা তা এখনও স্পষ্ট নয়।

গতকাল অর্থাৎ সোমবার রাতে বিষয়টি নিজেই জনসমক্ষে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, বিপুল সংখ্যাকে এফবিআই এজেন্ট হঠাৎই তাঁর ফ্লোরিডার বাড়িতে হানা দেন। কেন এইভাবে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে সে বিষয়েও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে কোনও মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন বিচারবিভাগ। এমনকি এফবিআইয়ের ওয়াশিংটনের সদর দপ্তর থেকেও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। এই প্রসঙ্গে সোমবার ট্রাম্প বলেন, ‘আমাদের দেশে অন্ধকার নেমে এসেছে। ফ্লোরিডার পাম পিচে আমার সুন্দর বাড়িটি বর্তমানে এফবিআইয়ের একটি বড় দলের দখলে রয়েছে। বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার সঙ্গে অভব্য আচরণ করা হচ্ছে। এর পিছনে রয়েছে চরম বাম মনোভাবাপণ্য ডেমোক্রেটরা। আমি যাতে কোনভাবেই ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করতে না পারি তার জন্যই তারা মরিয়া হয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে।

তবে এর সঙ্গেই খবর, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শাসনকাল শেষ হওয়ার পরেই হোয়াইট হাউস থেকে কয়েকটি বাক্সে করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র ট্রাম্প সরিয়ে নিয়ে ফ্লোরিডার ওই বাড়িতে নিয়ে এসে রেখেছেন। সেই অভিযোগের তদন্ত করতেই এই তল্লাশি অভিযান। তবে এখনো পর্যন্ত এফবিআই সরকারিভাবে এই প্রসঙ্গে মুখ খোলেনি বলেই খবর।

উল্লেখ্য গত রবিবারেই একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিনিধিত্ব করতে তিনি তৈরি এবং খুব শীঘ্রই তিনি ২০২৪ এর জন্য প্রস্তুতি শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =