কলকাতা: ল্যান্ডফলের পরই শক্তি খুইয়ে গভীর নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় মিগজাউম। তবে এর প্রভাব এখনই কাটছে না৷ বুধবারেও দেশের কিছু অংশে দুর্যোগ চলবে বলেই মৌসম ভবনের পূর্বাভাস৷ আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার স্থলভাগে আছড়ে পড়ার পরই শক্তি হারিয়ে ফেলে মিগজাউম। আপাতত গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের উপর এটি অবস্থান করছে। আগামী ৬ ঘণ্টায় আরও শক্তি কমবে বলেই পূর্বাভাস৷ তারপর এটি সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ৬ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপ হিসাবেই থাকবে মিগজাউম।
অবর্তমানে অন্ধ্রপ্রদেশের বাপাতলা থেকে ১০০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এবং খাম্মামের ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে গভীর নিম্নচাপে পরিণত হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম। দক্ষিণ ভারতের একটি বড় অংশে তান্ডব চালিয়েছে মিগজাউম। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি ক্রমেই উত্তরের দিকে এগোতে থাকবে৷ এর প্রভাবেই বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ছত্তীসগঢ়, মহারাষ্ট্রের বিদর্ভ এলাকা, দক্ষিণ উপকূলবর্তী এবং দক্ষিণ ওড়িশাতেও। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যেও৷ পশ্চিম বর্ধমান ছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না৷