বাড়িতে কাজের লোক রাখার আগে কেন্দ্রের এই নির্দেশ অবশ্যই পড়ুন

নয়াদিল্লি: এবার থেকে বাড়িতে কাজের লোক রাখার আগে ফের একবার ভাবতে হবে! কেননা, গৃহকর্তার চাপ বাড়িয়ে বাড়িতে পরিচারিকা ও গাড়ির চালকদের এবার পিএফের আওতায় আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রস্থল মন্ত্রক৷ জন্য পিএফ আইনে বদলের কথা ভাবছে মন্ত্রক৷ দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কেন্দ্র চালু করেছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা৷ এরপর পরিচারিকা ও গাড়ির চালকদের পিএফের

3 stocks recomended

বাড়িতে কাজের লোক রাখার আগে কেন্দ্রের এই নির্দেশ অবশ্যই পড়ুন

নয়াদিল্লি: এবার থেকে বাড়িতে কাজের লোক রাখার আগে ফের একবার ভাবতে হবে! কেননা, গৃহকর্তার চাপ বাড়িয়ে বাড়িতে পরিচারিকা ও গাড়ির চালকদের এবার পিএফের আওতায় আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রস্থল মন্ত্রক৷ জন্য পিএফ আইনে বদলের কথা ভাবছে মন্ত্রক৷

দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কেন্দ্র চালু করেছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা৷ এরপর পরিচারিকা ও গাড়ির চালকদের পিএফের আওতায় আনা হচ্ছে৷ বর্তমানে মূল বেতনের ১২ শতাংশ কেটে প্রভিডেন্ট ফান্ডে জমা করতে হয়৷ একই সঙ্গে সমপরিমাণ অর্থ দেন মালিকপক্ষ৷ নতুন নিয়মে বিশেষ শ্রেণির শ্রমিকদের জন্য পিএফের অঙ্ক কমিয়ে আনার কথা ভাবা হচ্ছে বলে খবর৷ পাট, ইট ভাটার শ্রমিকদের ক্ষেত্রেও পিএফের ১০ শতাংশ হারে করার প্রস্তাব দেয়া হয়েছে৷ পাশাপাশি রুগ্ন শিল্পের ক্ষেত্রে ১০ শতাংশ পিএফ দেওয়ার নিয়ম রয়েছে৷ ২০ জনের বেশি কর্মী থাকলেই এই আইন কার্যকর হয়ে থাকে৷

এখন বাড়ির পরিচালক, গাড়িচালকদের জন্য পিএফের আওতায় চলে আসবে৷ বহু মানুষ এই ব্যবস্থায় উপকৃত হলেও গৃহকর্তার সমস্যা আরও বাড়বে বলেই মনে করছে৷ কেননা, ওই কর্মীর পিএফ জমা করানো নিয়ে গৃহকর্তাকে ছুটতে হবে, মত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + nineteen =