চেন্নাই: মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মিগজাউম৷ তবে ল্যান্ডফলের অনেক আগে থেকেই তাণ্ডব শুরু করেছিল ঘূর্ণিঝড়৷ চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত৷ জলের তোড়ে ভেসে যায় রাস্তায় দাঁড়ানো গাড়িগুলো৷
তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলির পাশাপাশি চেন্নাইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল আগেই। পূর্বাভাস মাফিক মিগজাউম ল্যান্ডফল করার আগে থেকেই তুমুল বৃষ্টি শুরু হয় চেন্নাই-অন্ধ্র উপকূল জুড়ে। গত দুদিনের ভারী বৃষ্টিতে কার্যত বিধ্বস্ত তামিল রাজধানী। রাস্তাঘাট ভেসে জনমগ্ন, উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি৷ ভেঙে পড়েছে দেওয়াল৷ বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ব্যহত ইন্টারনেট পরিষেরা৷ এদিকে, প্রবল ঝড়বৃষ্টিতে চেন্নাইয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭।
মিগজাউমের প্রভাবে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে চেন্নাইয়ে। মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩ এবং ৪ ডিসেম্বরে চেন্নাইয়ের বিভিন্ন জায়গায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। ২০১৫ সালের বন্যার পর এত ভারী বৃষ্টি এই প্রথম। এত ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গলপেটে জেলাতে। কোট্টুরপুরম, মুথিয়ালপেট, তাম্বারম, অশোকনগর, কাট্টুপক্কম, পেরুনগুড়ির মতো শহরের অধিকাংশ এলাকাই চলে গিয়েছে কয়েক ফুট জলের তলায়৷