আরও মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডারের আকালে জেরবার জনতা

কলকাতা: আরও এক দফায় বাড়ল রান্নার গ্যাসের দাম৷ আজ থেকেই ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে বেশখানিকটা৷ পুজোর আগেই গ্যাসের দাম বৃদ্ধির জেরে অস্বস্তিতে বাংলার কয়েক লক্ষ উপভোক্তা৷ এই মুহূর্তে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বাংলায় ৬১৬ টাকা ৫০ পয়সা ও ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে৷ বাংলায় বর্ধিত বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ টাকা

3 stocks recomended

আরও মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডারের আকালে জেরবার জনতা

কলকাতা: আরও এক দফায় বাড়ল রান্নার গ্যাসের দাম৷ আজ থেকেই ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে বেশখানিকটা৷ পুজোর আগেই গ্যাসের দাম বৃদ্ধির জেরে অস্বস্তিতে বাংলার কয়েক লক্ষ উপভোক্তা৷ এই মুহূর্তে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বাংলায় ৬১৬ টাকা ৫০ পয়সা ও ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে৷ বাংলায় বর্ধিত বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছে ১ হাজার ১১৪ টাকা ৫০ পয়সা৷ দাম বৃদ্ধির সঙ্গে সিলিন্ডার চাহিদা নিয়েও চূড়ান্ত উদ্বেগ দেখা দিয়েছে৷

কেননা, পুজোর সময় রান্নার গ্যাসের চাহিদা বেশি থাকে৷ কিন্তু চাহিদার তুলনায় গ্যাসের সিলিন্ডারের যোগান কম থাকায় পুজোর মুখে চূড়ান্ত হয়রানির মুখে পড়তে চলেছেন গ্রাহকরা৷ ডিলারদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সিলিন্ডার ডেলিভারি করা হচ্ছে না৷ ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সরবরাহ করা যাচ্ছে না৷ আর তাতেই চূড়ান্ত সমস্যায় পড়েছেন গ্রাহকরা৷ রান্নার গ্যাস বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে সিলিন্ডার পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও ইতিমধ্যেই ৪-৫ দিন সময় লেগে যাচ্ছে৷ পরিস্থিতি যা, তাতে পুজোর মুখে এই চাহিদা বাড়তে থাকলে গ্যাসের সিলিন্ডার পেতে অন্তত ১০-১৫ দিন সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা৷

কেননা, নির্দিষ্ট ফাঁকা সিলিন্ডার ও চাহিদা অনুযায়ী ভর্তি ভর্তি গ্যাস সিলিন্ডার না আসায় তৈরি হয়েছে নয়া বিভ্রান্তি৷ গ্যাস বুকিংয়ের অন্তত দিন ১০ অপেক্ষা করার পরিস্থিতি তৈরি হয়েছে বলে আশঙ্কা ডিলারদের একাংশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + six =