টানা ৫ বার সুদের হার কমাল SBI, দেখুন নয়া সুদের তালিকা

নয়াদিল্লি: ফের গ্রাহকদের বিরম্বনায় ফেলল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ এই নিয়ে টানা পাঁচবার স্বল্প সঞ্চয় সুদের হার কমিয়ে তলানীতে পৌঁছাল এসবিআই৷ সুদের হার কমতেই চূড়ান্ত বিপাকে কয়েক লক্ষ গ্রাহক৷ এসবিআইয়ের তরফ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন টার্ম ডিপোজিটে অন্তত ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে৷ ১ বছর মেয়াদী এমসিএলআরে সুদের হার বার্ষিক ৮.২৫ শতাংশ থেকে কমিয়ে

3 stocks recomended

টানা ৫ বার সুদের হার কমাল SBI, দেখুন নয়া সুদের তালিকা

নয়াদিল্লি: ফের গ্রাহকদের বিরম্বনায় ফেলল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ এই নিয়ে টানা পাঁচবার স্বল্প সঞ্চয় সুদের হার কমিয়ে তলানীতে পৌঁছাল এসবিআই৷ সুদের হার কমতেই চূড়ান্ত বিপাকে কয়েক লক্ষ গ্রাহক৷

এসবিআইয়ের তরফ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন টার্ম ডিপোজিটে অন্তত ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে৷ ১ বছর মেয়াদী এমসিএলআরে সুদের হার বার্ষিক ৮.২৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১৫ শতাংশ করা হয়েছে৷ আগামী কাল অর্থাৎ মঙ্গলবার থেকেই এই হার কার্যকর করা হবে বলে এসবিআইয়ের তরফেই জানানো হয়েছে৷

একই সঙ্গে ছয় মাসের এমপিসি সঞ্চয় সুদের হার কমানো হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট৷ এই মুহূর্তে তা নেমে দাঁড়িয়েছে ৫.৪০ শতাংশে৷ এনএএফ সঞ্চয় প্রকল্প ৩৫ পয়েন্ট কমানো হয়েছে৷ ৫.৭৫ শতাংশ থেকে কমিয়ে এখন করা হয়েছে ৫.৪০ শতাংশে৷ এমএসএফে এই মুহূর্তে সুদের হার দাঁড়িয়েছে ৫.৬৫ শতাংশে৷ নয়া এই হার আগামীকাল থেকেই কার্যকর করবে এসবিআইয়ের তরফে জানানো হয়েছে৷

টানা ৫ বার সুদের হার কমাল SBI, দেখুন নয়া সুদের তালিকানয়া ব্যবস্থা কার্যকর হলে গৃহঋণে সুদের হারে স্বস্তি মিললেও ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটে ক্ষেত্রে সুদের হার কমায় চূড়ান্ত সমস্যায় পড়বেন প্রবীণ নাগরিকদের থেকে শুরু করে সাধারণ গ্রাহকরাও৷

অন্যদিকে, গাড়ি-বাড়ি ঋণে সুদের হার নির্ধারণে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাংক৷ রেপো রেটের উপর নির্ভর করবে সুদের হারের ধরন৷ রেপো রেট কমলে সুদের হার কমবে৷ রেপো বাড়বে বাড়বে সুদের হার৷ আগামী ১ অক্টোবর থেকে নয় এই ঋণ ব্যবস্থা কার্যকর করতে চলেছে রিজার্ভ ব্যাংক৷ নয় এই ব্যবস্থায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

প্রতি তিন মাস অন্তর রেপো রেটের হার নির্ধারণ করে রিজার্ভ ব্যাংক৷ দেশের আর্থিক মন্দার রুখতে ইতিমধ্যেই রেপো রেট কমানোর পথে হেঁটেছে রিজার্ভ ব্যাংক৷ রিজার্ভ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলিকে যে হারে সুদ দিয়ে থাকে, সেটাকে বলা হয় রেপো৷ ফলে রেপো রেট কমলে আরবিআইকে কম সুদ দিতে বাণিজ্যিক ব্যাংকগুলিকে৷ সুদ কম গুনতে হলে লাভ বেশি হয় বাণিজ্যিক ব্যাংকগুলির৷ ফলে, আইবিআই চাইছে, রেপো রেটের উপর ভিত্তি করে বাণিজ্যিক ব্যাংকগুলিও তাদের গ্রাহকদের সুদের হার নির্ধারণ করুক৷

ইতিমধ্যেই এসবিআইয়ের তরফেও এহেন প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে৷ এসবিআই তরফে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাংক যে হারে রেপো রেট ঘোষণা করবে সেই হারে পরবর্তী সুদের হার নির্ধারণ করবে এসবিআই৷ রেপো রেট কমলে, কমবে সুদের হার৷ রেপো বাড়লে সুদের হারও বাড়বে৷ এই সিদ্ধান্ত কার্যকর হলে গাড়ি-বাড়ি ঋণে সুদের হার ওঠানামা করবে৷ ফলে যারা প্রভাব ইএমআইয়ের উপর পড়বে৷ এই ব্যবস্থায় খারাপ-ভাল দু’টি দিক থাকছে৷
এই ব্যবস্থায় সব থেকে বেশি প্রভাবিত হবেন ব্যবসায়ীরা৷ কেননা, ব্যবসায়ীরা ওডি ও সিসি ঋণ ব্যবহার করে থাকেন৷ ফলে এ ক্ষেত্রেও সেই সুদের হারও ওঠানামা করতে পারে৷ ব্যাংকে জমানো আমানতের সুদের হারও তিন মাস অন্তর অন্তর নির্ধারণ করা হতে পারে বলেও খবর৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হলে সুদের উপর নির্ভরশীল প্রবীণ ব্যক্তিদের চূড়ান্ত সমস্যার মুখোমুখি হতে পারেন বলে তৈরি হয়েছে আশঙ্কা৷

চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে রেপো কমিয়েছে রিজার্ভ ব্যাংক৷ এই মুহূর্তে রিপোর্টের হার ৮ শতাংশ থেকে নেমে ৫.৭৫ শতাংশের নীচে অসেছে ঠেকেছে৷ তবে, অভিযোগ রেপো কমলেও সুদের হার কমাচ্ছে না ব্যাঙ্ক৷ ফলে এই ধরনের ব্যাঙ্কগুলির যথেচ্ছাচার যাতে বন্ধ করা যায় সেই দিকেই নজর রেখে এবার রেপো রেটের উপর সরাসরি ব্যাংকের সুদের হার নির্ধারণ করার পক্ষে সওয়াল করতে শুরু করেছে রিজার্ভ ব্যাংক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 10 =