mamata banerjee
কলকাতা: পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গে উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কার্শিয়াঙের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তাঁর ভাইপোর৷ সেখানে গিয়েও মানুষের ভিড়ে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে চা পাতা তোলেন তিনি৷ পাশাপাশি সেখানকার শ্রমিকদের সঙ্গে কথাও বলেন৷ সেই ফাঁকেই শিখে নেন গাছ থেকে পাতা তোলার কায়দা। তবে এই প্রথম নয়, পাহাড় হোক বা জঙ্গল, যখনই কোথাও যান, সেখানকার মানুষের সঙ্গে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী। এবারও ব্যতিক্রম হল না৷
দুপুর সওয়া ১টা হবে। কার্শিয়াঙের রিসর্ট থেকে বেরিয়ে পাঙ্খাবাড়ি রোডে থাকা চা বাগানের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছেই পাহাড়ি পোশাকে সেজে ওঠেন তিনি। তার পর চা শ্রমিকদের নিয়ে বাগানে ঢুকে পড়েন চা-পাতা তুলতে। কায়দা করে পাতা তুলে রাখতে থাকেন মাথায় বাঁধা ঝুড়িতে। শ্রমিকদের সঙ্গে কথা বলে জেনে নেন তাঁদের বাড়ির অবস্থা কেমন, চা বাগানই বা কেমন চলছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ ওদের পোশাক পরে, ঝুড়ি নিয়ে নিজের হাতে চা-পাতা তুললাম। চা-পাতা তোলাটা ওদের কাছেই শিখলাম। একটা বড় শিক্ষা হল। পাহাড়ের সঙ্গে সমতলের রক্তের বন্ধন হয়ে গেল, হৃদয়ের মেলবন্ধন তৈরি হল।’’