প্রতি মাসে ৩ হাজার টাকা অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র, চালু নয়া ব্যবস্থা

নয়াদিল্লি: কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার সেই প্রতিশ্রুতি পূরণে আরও এক ধাপ এগোল কেন্দ্র৷ এবার কৃষকদের জন্য পেনশন ব্যবস্থা চালু করতে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী৷ রাঁচিতে এই প্রকল্পের সূচনা করেন তিনি৷ জানা গিয়েছে, ৬০ বছরের ঊর্ধ্বে থাকা কৃষকদের মাসে ৩ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে৷

3 stocks recomended

প্রতি মাসে ৩ হাজার টাকা অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র, চালু নয়া ব্যবস্থা

নয়াদিল্লি: কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার সেই প্রতিশ্রুতি পূরণে আরও এক ধাপ এগোল কেন্দ্র৷ এবার কৃষকদের জন্য পেনশন ব্যবস্থা চালু করতে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী৷ রাঁচিতে এই প্রকল্পের সূচনা করেন তিনি৷

জানা গিয়েছে, ৬০ বছরের ঊর্ধ্বে থাকা কৃষকদের মাসে ৩ হাজার টাকা করে পেনশন দেওয়া হবে৷ সঙ্গে শ্রমিকরাও পাবেন পেনশন৷ আর্থিক বাজেট পেশ করে অর্থমন্ত্রী আগেই জানিয়েছিলেন, শ্রমিকদের মাসিক পেনশন প্রকল্পের মধ্যে আওতায় আনা হবে৷ ক্ষুদ্র ও মাঝারি দোকানদাররাও এই সুবিধার সুযোগ পাবেন৷ কৃষক শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের এই প্রকল্পে আনা হচ্ছে বলেও জানা গিয়েছে৷ ১৮ বছর থেকে ৪০ বছর বয়সী যে কোন কৃষক, শ্রমিক অথবা ক্ষুদ্র ব্যবসায়ী এই প্রকল্পের সুবিধা পাবেন৷ তবে, ৬০ বছর পর পেনশন পেতে গেলে নির্দিষ্ট অঙ্কের প্রিমিয়াম জমা করাতে হবে গ্রাহককে৷

অর্থমন্ত্রক জানিয়েছে, আপাতত ১০ হাজার ৭৬০ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ সেখানে ৫ কোটি কৃষককে পেনশনের আওতায় আনার পরিকল্পনা চলছে৷ একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ক্ষেত্রে ১৮ বছর বয়সের পর থেকে ৩ হাজার টাকা করে পেনশন ব্যবস্থা করা হবে বলে খবর৷ নয়া এই ব্যবস্থা কার্যকর হলে দেশের কৃষক-শ্রমিক উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nine =