মরশুমের প্রথম তুষারপাত বাংলায়, সাদা বরফে ঢাকল সান্দাকফু

মরশুমের প্রথম তুষারপাত বাংলায়, সাদা বরফে ঢাকল সান্দাকফু

snowfall

কলকাতা:  ঘূর্ণিঝড় মিগজাউম অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়লেও এর প্রভাব পড়েছে সুদূর বাংলাতেও৷ ঘূর্ণাবর্তের জেরে এ রাজ্যের সমতলে শুরু হয় অকাল বর্ষণ৷ তবে পাহাড়ে লাগল শীতের ছোয়া৷ সাদা বরফের চাদরে ঢাকা পড়ল দার্জিলিং৷ বৃহস্পতিবার মরশুমের প্রথম তুষারপাত হল শৈলশহর সান্দাকফুতে৷  চারদিক ঢাকা পড়ে সাদা বরফের চাদরে। যেন ছড়িয়ে রয়েছে পেঁজা তুলো৷ চুটিয়ে তুষারপাত উপভোগ করলেন পর্যটকেরা। 

ডিসেম্বর চলে এলেও দক্ষিণবঙ্গে ব্যাটিং শুরু করেনি শীত৷ উত্তরের জেলাগুলিতেও এখনও জাঁকিয়ে শীত পড়েনি। তবে হঠাৎই করে এল আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তরের বেশ কিছু অংশে আকাশের মুখ ছিল ভার৷ দুপুরের পর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়। কিছুক্ষণ বাদে তা থেমেও যায়। বিকেল গড়াতেই দার্জিলিং-এর সান্দাকফু সহ চন্দ্রু হ্রদে শুরু হয় তুষারপাত৷ কিছুক্ষণের মধ্যেই মাঠ-ঘাট, রাস্তা ঢেকে বাড়ির চাল, সব কিছু ঢাকা পড়ে যায় বরফের চাদরে। গাছের পাতায় ভিড় করে সাদা বরফের গুঁড়ো। চারিদিকে দেখা যায় নৈসর্গিক দৃশ্য৷  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =