Supreme Court
কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ‘অস্বস্তি’তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না বলে সাফ জানাল শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, তার উপর কোনও রকম হস্তক্ষেপ করা হবে না৷ আইন মেনেই কাজ করবে ইডি৷ এদিন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আবেদন খারিজ করে দেয় বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ৷ সেই সঙ্গে মামলার নিষ্পত্তিও করে দেওয়া হয়।
বিচারপতি সিনহার নির্দেশের ফলে তাঁর অধিকার এবং স্বার্থ বিঘ্নিত হচ্ছে বলে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বর্তব্য, সিঙ্গল বেঞ্চ তদন্তের প্রতিটি পদক্ষেপকে নিয়ন্ত্রণ করছে। অভিষেক সিঙ্গেল বেঞ্চকে চ্যালেঞ্জ করে ডিভিষন বেঞ্চে গেলে আদালত জানায়, একক বেঞ্চ নিজের এক্তিয়ারের বাইরে যায়নি৷ অভিষেক সংশ্লিষ্ট সংস্থায় দু’বছর ডিরেক্টর ছিলেন। বর্তমানে তিনি ওই কোম্পানির সিইও। পাশাপাশি এক জন সাংসদও। ফলে তথ্য এবং নথি প্রকাশ করলে তাতে অসুবিধার কোথায়? সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে অভিষেকের জমা দেওয়া যাবতীয় নথিই খতিয়ে দেখবে ইডি। ডিভিশন বেঞ্চের নির্দেশের এই অংশটিকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের ‘সেনাপতি’৷ তবে শীর্ষ আদালত এতে কোনও হস্তক্ষেপ করল না৷