নয়াদিল্লি: মধ্যবিত্তের জন্য সুখবর৷ ফের আরও এক দফায় জিএসটি কমাল কেন্দ্র৷ আজ জিএসটি কাউন্সিলের ৩৭ তম বৈঠক থেকে বেশকিছু পণ্যের জিএসটি কমানোর ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ জ্বালানি, হোটেল-সহ ২৫টি পণ্যের জিএসটি বেশ খানিকটা কমানো হয়েছে৷
এদিন গোয়ায় জিএসটি কাউন্সিলের বৈঠক থেকে অর্থমন্ত্রী জানান, এক হাজার টাকার নিচে হোটেলে লাগবে না কোনও জিএসটি৷ সাড়ে সাত হাজার টাকার নিচে হোটেলের রুমে জিএসটি ১২ শতাংশ থেকে ৮ শতাংশ করা হয়েছে৷ ১৮ শতাংশ থেকে হোটেল রুমে জিএসটি কমানো হয়েছে ১২ শতাংশে৷ আউটডোর ক্যাটারিংয়ে জিএসটির হার কমেছে ১৮ থেকে ৫ শতাংশে৷ একই সঙ্গে সামুদ্রিক জ্বালানির ক্ষেত্রে ১৮ থেকে ৫ শতাংশে জিএসটি নামিয়ে আনা হয়েছে৷
Finance Minister: Exemption from GST/IGST is being given on import of specified defence goods not being manufactured indigenously, it’s being extended only up to 2024. Supply of goods & services to FIFA & other specified persons also exempted for U17 Women’s World Cup in India. https://t.co/DQ2Ujhkxal
— ANI (@ANI) September 20, 2019
#WATCH Union Finance Minister Nirmala Sitharaman addresses media after the 37th GST Council meet in Goa https://t.co/743mkWfAnm
— ANI (@ANI) September 20, 2019
কফি জাতিয় পণ্যে ২৮ থেকে ১৮ শতাংশ করা হয়েছে৷ জৈব পণ্যে ৫ থেকে ০ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে৷ রেলপথের সরবরাহ করা হয় এমন ১২ পণ্যের জিএসটি ১২ থেকে ৫ শতাংশে নামানো হয়েছে৷ পলিথিন ব্যাগে জিএসটি ১২ শতাংস করা হয়েছে৷