kunal
কলকাতা: দীর্ঘ ১০০০ দিন ধরে রাস্তায় পড়ে থেকে আন্দোলন চালাচ্ছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা৷ কিন্তু মেলেনি হকের চাকরি৷ শনিবার প্রতিবাদে ধর্নামঞ্চেই মস্তক মুণ্ডন করেন এক মহিলা চাকরিপ্রার্থী। নাম রাসমনি পাত্র৷ ওই দিনই চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলতে ধর্মতলার ধর্ণামঞ্চে পৌঁছান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁর মধ্যস্থতাতেই ঠিক হয় সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকের দিনক্ষণ৷ সেই মতো আজ আলোচনায় বসে চলেছে এসএলএসটি (নবম থেকে দ্বাদশ শ্রেণির) চাকরিপ্রার্থীরা। ওই বৈঠকে উপস্থিত থাকবেন কুণাল ঘোষও। তবে তিনি এদিন আসবেন ভিন্ন পরিচয়ে৷ এই বৈঠকের পর চাকরিপ্রার্থীদের লড়াই শেষ হয় কিনা, সেটাই এখন দেখার৷
প্রশ্ন উঠেছে, কুণাল কেন এই বৈঠকে হাজির থাকবেন? তিনি সরকারের কোনও পদে নেই। তিনি চাকরিপ্রার্থীদেরও প্রতিনিধি নন। এ প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘চাকরিপ্রার্থীরা আমাকে অনুরোধ করেছেন। আমি ওঁদের তরফ থেকেই ওখানে যাব।’’ এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম মুখ অভিষেক সেনও বলেন, ‘‘আমরা চেয়েছিলাম কুণালদা আমাদের হয়ে বৈঠকে থাকুন। তিনি আসতে রাজি হয়েছেন।’’