অবশেষে বাজারে এল বহু কাঙ্খিত পদ্মার ইলিশ

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান৷ অবশেষে দেবীপক্ষের শুরুতে বাংলায় ঢুকছে পদ্মার রুপালি ফসল৷ আজ থেকেই বাংলাদেশ থেকে ধাপে ধাপে ঢুকবে প্রায় ৫০০ টন পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে এসে পৌঁছবে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদীয় উপহারের জেরে টগবগিয়ে ফুটছেন বঙ্গের ইলিশভক্তরা৷ জানা গিয়েছে, রবিবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে পদ্মার ইলিশের ঢোকার কথা থাকলেও নথিপত্র সংক্রান্ত কিছু কারণে তা

3 stocks recomended

অবশেষে বাজারে এল বহু কাঙ্খিত পদ্মার ইলিশ

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান৷ অবশেষে দেবীপক্ষের শুরুতে বাংলায় ঢুকছে পদ্মার রুপালি ফসল৷ আজ থেকেই বাংলাদেশ থেকে ধাপে ধাপে ঢুকবে প্রায় ৫০০ টন পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গে এসে পৌঁছবে৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদীয় উপহারের জেরে টগবগিয়ে ফুটছেন বঙ্গের ইলিশভক্তরা৷

জানা গিয়েছে, রবিবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে পদ্মার ইলিশের ঢোকার কথা থাকলেও নথিপত্র সংক্রান্ত কিছু কারণে তা হয়ে ওঠেননি৷ সীমান্তে দাঁড়িয়ে ছিল প্রায় ২৫টি পদ্মার ইলিশ ভর্তি লরি৷ পরে কাগজের জটিলতা কাটিয়ে রাতেই তা পৌঁছে ভারতের বিভিন্ন বাজারে৷ আজ সকালে বিভিন্ন বাজারে পৌঁছে গিয়েছে সেই ইলিশ৷ মনে করা হচ্ছে আগামিকাল সকাল থেকে অথবা আজ বিকেলের পর থেকে বহু বাজারে বহু কাঙ্খিত পদ্মার ইলিশ পাওয়া যাবে৷

২০১২ সালের পর থেকে বাংলাদেশ সরকার ভারতে পদ্মার ইলিশ পাঠানো বন্ধ করে দেয়৷ ইলিশ রপ্তানি নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠকের পর উল্টে তিস্তার জল দাবি করা হয় বাংলাদেশের তরফে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা ভেস্তে যায়৷ এই নিয়ে বিতর্ক এখনও বর্তমান৷ পুজোর মধ্যেই এই বিষয়ে আলোচনার জন্য ভারত সফরে আসছেন হাসিনা৷ তিস্তা চুক্তি নিয়ে দু’দেশের মধ্যে টানাপোড়েন চললেও পুজোর আগে হাসিনা সরকারের ইলিশ উপহারে জেরে মুখে চওড়া হাসি ফুটেছে ব্যবসায়ী ও ক্রেতাদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − two =