ফের ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার কমাতে চলছে কেন্দ্র! সিঁদুরে মেঘের আশঙ্কা

নয়াদিল্লি: কোষাগারে ভাঁড়ে মা ভবানী অবস্থা! ঘাটতি মেটাতে আরও এক দফায় রিজার্ভ ব্যাংকের লভ্যাংশে ভাগ বসাতে চলছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ অন্যদিকে, একই সঙ্গে চলতি অক্টোবরে পরবর্তী ঋণ নীতিতে সুদের হার আরও এক দফায় কমাতে চলেছে আরবিআই৷ আগামী শুক্রবার শেষ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ৩ দিনের বৈঠক৷ মনে করা হচ্ছে বৈঠক শেষে আরও একদফা সুদ কমানো

3 stocks recomended

ফের ক্ষুদ্র সঞ্চয়ে সুদের হার কমাতে চলছে কেন্দ্র! সিঁদুরে মেঘের আশঙ্কা

নয়াদিল্লি: কোষাগারে ভাঁড়ে মা ভবানী অবস্থা! ঘাটতি মেটাতে আরও এক দফায় রিজার্ভ ব্যাংকের লভ্যাংশে ভাগ বসাতে চলছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ অন্যদিকে, একই সঙ্গে চলতি অক্টোবরে পরবর্তী ঋণ নীতিতে সুদের হার আরও এক দফায় কমাতে চলেছে আরবিআই৷ আগামী শুক্রবার শেষ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ৩ দিনের বৈঠক৷ মনে করা হচ্ছে বৈঠক শেষে আরও একদফা সুদ কমানো হতে পারে৷ একই সঙ্গে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যেমন পিপিএফ থেকে ডাকঘর মাসিক প্রকল্পেও সুদের হার কমতে পারে৷

সংবাদ সংস্থা পিটিআই একটি সূত্র উল্লেখ করে জানিয়েছে, চলতি আর্থিক বছরে আরবিআইয়ের অন্তর্বর্তী লভ্যাংশে ভাগ বসাতে পারে কেন্দ্র৷ কমপক্ষে ৩০ হাজার কোটি টাকা তুলে নিতে পারে কেন্দ্র৷ এই মুহূর্তে শেষ চারটি ঋণ নীতিতে ১১০ বেসিস পয়েন্ট কমিয়েছে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক৷ আর সেই ধারা অব্যাহত রেখে চলতি অক্টোবরে ঋণ নিতে সুদ কমাতে পারে আরবিআই৷ তবে, এই কমানোর পিছনে যুক্তি হিসেবে দেখানো হতে পারে চাহিদা বৃদ্ধির তাগিদে রিজার্ভ ব্যাংক সুদ কমানো পথে হাঁটছে৷ একই সঙ্গে বাজারে নগদ যোগান বাড়াতে এই পদক্ষেপ হতে পারে বলেও দাবি করতে পারে কেন্দ্রীয় ব্যাংক৷ আর সে ক্ষেত্রে কমতে পারে আমানতী সুদ৷ সুদ কমার আশঙ্কা রয়েছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে৷ অক্টোবর থেকে পিএফটি, এনএসসি, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, ডাকঘরের একাধিক প্রকল্পে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + fifteen =