Vegetable Prices
কলকাতা: অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বাংলার কৃষিকাজ৷ যার আঁচ এসে পড়েছে বাজারে৷ সব্জির দামে আগুন৷ বিভিন্ন সবজির দাম লাফিয়ে বেড়েছে৷ শীতের সব্জির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়ে গিয়েছে। এতদিন আলুর দাম মোটামুটি স্থিতিশীলই ছিল৷ সেই আলুর দামও হয়েছে চড়া। কেজি প্রতি ২ থেকে ৪ টাকা দাম বেড়েছে। এমনকী দাম বেড়েছে গরিবের অন্যতম রসনা তৃপ্তির সম্বল ডিমের। (Vegetable Prices)
বৃষ্টিতে সব্জির মারাত্মক ক্ষতি হয়েছে, এমন তথ্য যদিও নেই। তাহলে দাম বাড়ল কেন? এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য কমল দে জানান, মাঠে জল জমে গিয়েছে। ফলে শীতের সব্জি তুলতে সমস্যা হচ্ছে। যার ফলে বাজারে জোগান কমেছে। ফলে বেড়েছে দাম। অকাল বৃষ্টিতে সব্জির কতটা ক্ষতি হয়েছে, সেটা আর কয়েকদিন পর বোঝা যাবে। তবে দিন কয়েকের মধ্যেই বাজার দর ফের স্বাভাবিক হবে বলেই আশবাদী কমল দে।
হিমঘর থেকে আসা আলুর দাম কেজি প্রতি ছিল ১৫ টাকা ছিল। সেটাই এখন বেড়ে ১৭ টাকা হয়েছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, আলুর দাম খুচরো বাজারে খুব বেশি বাড়বে না। কারণ, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব থেকে নতুন আলু বাজারে আসতে শুরু করে দিয়েছে।