১০টি ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশন গড়ে তোলা হবে, উদ্যোগী রাজ্য

১০টি ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশন গড়ে তোলা হবে, উদ্যোগী রাজ্য

10 internet

কলকাতা:  আগামী দু’বছরের মধ্যেই রাজ্যে গড়ে তোলা হবে ১০টি ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশন (আইসিএলএস)। এই লক্ষ্যপূরণে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হতে পারে। এতে রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্প আরও বিকাশিত হবে। বাড়বে কর্মসংস্থান৷ ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশন তৈরির জন্য বিশেষ নীতিও তৈরি করেছে সরকার। এই নীতিতে বেসরকারি বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে৷ এমনকী একে জরুরি পরিষেবা হিসেবেও উল্লেখ করা হয়েছে। 

উল্লেখ্য, ইন্টারনেট সংযোগ ব্যবস্থা আরও উন্নত ও মসৃণ করতে সমুদ্রের তলা দিয়ে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কেবল লাইন নিয়ে আসা হয়। সে কারণে উপকূলবর্তী এলাকাগুলিতেই ইন্টারনেট কেবল ল্যান্ডিং স্টেশনগুলি গড়ে তোলা হয়। মুম্বই, কোচি এবং চেন্নাইয়ে ইতিমধ্যেই কেবল স্টেশন গড়ে উঠেছে৷ তবে পূর্ব ভারতে এখনও পর্যন্ত এমন কোনও স্টেশন নেই৷ এবার কেবল স্টেশন তৈরিতে উদ্যোগী হল রাজ্য৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + twelve =