উৎসবের আনন্দে ফের সুদের হার কমালো RBI

নয়াদিল্লি: আশঙ্কা ছিল৷ সেই আশঙ্কার কথা আগেই প্রতিবেদন আকারে তুলে ধরা হয়েছিল আজ বিকেল ডটকমে৷ এবার সেই আশঙ্কাকে বাস্তব করে সরাসরি সুদের হার কমিয়ে আরও একবার দেশের অর্থনীতির হালকে চাঙ্গা করার মরিয়া চেষ্টা চালাল আরবিআই৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আরবিআই রেপো রেট কমেছে ২৫ বেসিস পয়েন্ট৷ ফলে ৫.৪০ শতাংশ থেকে নেমে এই মুহূর্তে

নয়াদিল্লি: আশঙ্কা ছিল৷ সেই আশঙ্কার কথা আগেই প্রতিবেদন আকারে তুলে ধরা হয়েছিল আজ বিকেল ডটকমে৷ এবার সেই আশঙ্কাকে বাস্তব করে সরাসরি সুদের হার কমিয়ে আরও একবার দেশের অর্থনীতির হালকে চাঙ্গা করার মরিয়া চেষ্টা চালাল আরবিআই৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আরবিআই রেপো রেট কমেছে ২৫ বেসিস পয়েন্ট৷ ফলে ৫.৪০ শতাংশ থেকে নেমে এই মুহূর্তে রেপো রিপোর্ট দাঁড়িয়েছে ৫ দশমিক ১৫ শতাংশ৷ একইসঙ্গে রিভার্স রেপো রেট কমানো হয়েছে৷ ৫.৪০ থেকে কমে ৪.৯০ করা হয়েছে৷ রিভার্স রেপো অর্থাৎ ব্যাংকে দেওয়া ঋণের ওপর যে সুদ নিয়ে থাকে আরবিআই তাকেই রিভার্স রেপো বলে৷ একইসঙ্গে এদিন দ্বিতীয় ত্রৈমাসিকের জিডিপি রিপোর্ট প্রকাশিত হয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি ৬.১ শতাংশ থেকে ৬.৯ শতাংশে দাঁড়িয়ে৷ ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি ৭.২ শতাংশ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷

এই নিয়ে টানা ৫ বার রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক৷ গত ৯ বছরের মধ্যে এই হার সর্বনিম্ন৷ রিজার্ভ ব্যাংক যে সুদের হার কমালো ঘোষণা করেছে, তার সুবিধা বাণিজ্যিক ব্যাংকগুলি পাবে৷ ঋণগ্রহীতারা পাবেন তা এখনই পাবেন না৷ বাণিজ্যিক ব্যাংকগুলি যদি তাদের ঋণের উপর সুদের হার কমায়, তবেই সেই সুবিধা গ্রাহকরা পাবেন৷ কেননা, নতুন অর্থবর্ষ থেকে ব্যাংকগুলি ঋণ দেওয়া শুরু করেছে তাদের আমানত জোগাড়ের প্রান্তিক খরচ বা মার্জিনাল কস্ট-বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর ভিত্তিতে৷ আর, বেশিরভাগ ব্যাংকই তাদের গৃহঋণে সুদের হার নির্ধারণ করে ব্যাংকের এক বছরের এমসিএলআর ভিত্তিতে৷ অর্থাৎ আপনি যে সুদের হারে গৃহঋণ নিয়েছেন সেই সুদের হার ঋণ নেওয়ার এক বছর পর সংশ্লিষ্ট এমসিএলআর বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে বাড়বে বা কমবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *