high court
কলকাতা: রাজ্যের সর্বত্র চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। সোমবার এই সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, “কেউ কাজ করতে চায় না। এ ওকে দেখাচ্ছে, ও তাঁকে দেখাচ্ছে।’’ এর পরেই রাজ্যকে বিঁধে বিচারপতি বলেন, “চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন দেওয়া হয়, তাতে তাঁদের কাছ থেকে আর কী আশা করা যেতে পারে?” বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘একজন চিকিৎসক সব কাজ করবেন, এটা আশা করা যায় না! হাসপাতালে ৮০ শতাংশ কর্মীই চুক্তিভিত্তিক। ১২-১৩ হাজার টাকা করে বেতন পান। তাঁদের কাছ থেকে কাজের কী আশা করবেন?”
রাজ্যের সব ক্ষেত্রেই চুক্তিভিত্তিক কর্মী থাকায় কাজে দায়সারা মনোভাব এসেছে বলেও মনে করেন প্রধান বিচারপতি।এই বিষয়ে রাজ্যের ভূমিকায় তিনি ক্ষুব্ধ৷ প্রধান বিচারপতির মন্তব্য, “ই-পোর্টালে শীর্ষে রয়েছে, একবার আদালতে রাজ্য এসে বলুক! আমি বুঝিয়ে দেব।” এই মুহূর্তে রাজ্যে মোট কত চুক্তিভিত্তিক কর্মী আছেন, তাও জানতে চান প্রধান বিচারপতি। যদিও তার সদুত্তর দিতে পারেননি রাজ্যের আইনজীবী।