বিদ্যুতে নয়া প্রযুক্তি, ৩৩০০ কোটি টাকা সাশ্রয় কেন্দ্রের

নয়াদিল্লি: প্রথমবার ক্ষমতায় আসার পর ২০১৫ সালে দেশের প্রায় ১.৩৪ কোটি বিদ্যুতের খুঁটির আধুনিকীকরণ করেছিল মোদি সরকার৷ টিউব লাইট বদলে বসানো হয়েছিল এলইডি আলো৷ আর কেন্দ্রের এই পদক্ষেপের জেরে সরকারের তহবিলে প্রতিবছর সঞ্চয় হচ্ছে প্রায় ৩৩০০ কোটি টাকা৷ এমনই তথ্য প্রকাশ করেছে এনার্জি এফিশিয়েন্সি সার্ভিস লিমিটেড৷ দেশজুড়ে ৫২.৭ লক্ষ কিলোমিটার রাস্তায় বসানো হয়েছে নতুন এই

3 stocks recomended

বিদ্যুতে নয়া প্রযুক্তি, ৩৩০০ কোটি টাকা সাশ্রয় কেন্দ্রের

নয়াদিল্লি: প্রথমবার ক্ষমতায় আসার পর ২০১৫ সালে দেশের প্রায় ১.৩৪ কোটি বিদ্যুতের খুঁটির আধুনিকীকরণ করেছিল মোদি সরকার৷ টিউব লাইট বদলে বসানো হয়েছিল এলইডি আলো৷ আর কেন্দ্রের এই পদক্ষেপের জেরে সরকারের তহবিলে প্রতিবছর সঞ্চয় হচ্ছে প্রায় ৩৩০০ কোটি টাকা৷ এমনই তথ্য প্রকাশ করেছে এনার্জি এফিশিয়েন্সি সার্ভিস লিমিটেড৷

দেশজুড়ে ৫২.৭ লক্ষ কিলোমিটার রাস্তায় বসানো হয়েছে নতুন এই বাতিস্তম্ভ৷ ফলে ৬.৭১ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে প্রতিবছর৷ প্রায় ৪৬ লক্ষ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমেছে৷ ১৫০০টি তালিকাভুক্ত শহরের মধ্যে ইতিমধ্যেই ৯০০টি শহরে এলইডি বাল্ব লাগানো গিয়েছে৷ আর বাকি ৬০০টি শহরে দ্রুত এলইডি বাল্ব লাগানো হবে বলে জানিয়েছে কেন্দ্র৷

অন্ধ্রপ্রদেশে সব থেকে বেশি এলইডি বাতিস্তম্ভ বসানো হয়েছে৷ ২৮.৯ লক্ষ এলইডি বাল্ব লাগানো হয়েছে সেখানে৷ রাজস্থান সেখানে বসানো হয়েছে ১০.৩ লক্ষ এলইডি বাতিস্তম্ভ৷ ৯.৩ লক্ষ বাতিস্তম্ভ বসিয়ে তৃতীয় স্থানে রয়েছে উত্তর প্রদেশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − four =