শুক্রবার রাতেই নিউইয়র্কে একটি ইনস্টিটিউশনে বক্তব্য রাখার সময় প্রাণঘাতী হামলা হয়েছে বুকার জয়ী সাহিত্যিক তথা ভারতীয় বংশভূত লেখক সলমন রুশদির ওপর। বর্তমানে যদিও লেখকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর কিন্তু তারপরেও লেখকের হামলার ঘটনায় উদ্বিগ্ন গোটা বিশ্ব। সাধারণ মানুষ তো বটেই, রুশদির সুস্থতা কামনা করছেন জনপ্রিয় এবং প্রখ্যাত লেখক সাহিত্যিকরাও। বাদ যাননি হ্যারি পটারের স্রষ্টা জে কে রাউলিং। শনিবারই রুশদির সুস্থতা কামনা করেন হ্যারি পটার স্রষ্টা। আর তার প্রতিক্রিয়াতেই সোশ্যাল মিডিয়ায় এবার সরাসরি হামলার হুমকি পেলেন জেকে রাউলিং।
উল্লেখ্য, রুশদির উপরে হওয়া হামলায় প্রতিক্রিয়া জানিয়ে টুইটারে একটি পোস্ট করেছিলেন রাউলিং। তিনি জানিয়েছিলেন, বর্ষীয়ান সলমনের আহত হওয়ার খবরে অসুস্থ বোধ করছেন। সেই সঙ্গে রুশদির দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি। সেই টুইটের নিচেই জনৈক ইউজার লেখেন, ‘ভাববেন না। এরপর আপনার পালা।’
সম্প্রতি এই হামলার হুমকি প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন রাউলিং। লেখিকা তাঁর বিরুদ্ধে করা এই মন্তব্যের স্ক্রিনশটও শেয়ার করেছেন টুইটারে। যে টুইটার হ্যান্ডেল থেকে রাউলিংকে হুমকি দেওয়া হয়েছে সেই টুইটার হেন্ডেলেই রুশদির উপর করা হামলার প্রশংসামূলক পোস্টেরও খোঁজ মেলেছে বলে খবর। একইসঙ্গে লেখিকা নিজেই জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত শুরু করেছেন। যে বা যারা সোশ্যাল মিডিয়ায় রাউলিংকে খুনের হুমকি দিচ্ছেন তাদের আসল পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। সে ক্ষেত্রে ওই টুইটার একাউন্টের ইউজারকে শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশ।