অর্থনীতির সঙ্গে টিকিট বিক্রির তুলনা, রাতারাতি ডিগবাজি আইনমন্ত্রীর

নয়াদিল্লি: দেশের অর্থনীতির নমুনা দিতে গিয়ে ১২০ কোটি টাকায় সিনেমার টিকিট বিক্রির তত্ত্ব প্রত্যাহা করে নিতে কার্যত বাধ্য হলেন কেন্দ্রীয় আইনমন্ত্রীর রবিশঙ্কর প্রসাদ৷ রবিবার প্রেস বিবৃতিতে আগের আবস্থান বদলে করার কথা জানিয়েছেন মন্ত্রীর৷ যদিও, সিনেমার টিকিট বিক্রির মন্ত্রীর মন্তব্য ঘিরে কম বিতর্ক হয়নি৷ আজ সকালেই রবিশঙ্করকে আক্রমণ করে টুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী৷ দেশের অর্থনীতির পরিস্থিতি

নয়াদিল্লি: দেশের অর্থনীতির নমুনা দিতে গিয়ে ১২০ কোটি টাকায় সিনেমার টিকিট বিক্রির তত্ত্ব প্রত্যাহা করে নিতে কার্যত বাধ্য হলেন কেন্দ্রীয় আইনমন্ত্রীর রবিশঙ্কর প্রসাদ৷ রবিবার প্রেস বিবৃতিতে আগের আবস্থান বদলে করার কথা জানিয়েছেন মন্ত্রীর৷ যদিও, সিনেমার টিকিট বিক্রির মন্ত্রীর মন্তব্য ঘিরে কম বিতর্ক হয়নি৷ আজ সকালেই রবিশঙ্করকে আক্রমণ করে টুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী৷

দেশের অর্থনীতির পরিস্থিতি বোঝেতে গত ১১ দিনে দেশজুড়ে ৩টি সিনেমার টিকিট বিক্রির পরিসংখ্যান তুলে ধরেন৷ জানান, দেশে যদি আর্থিক মন্দা থাকত, তাহলে কেন তিনটি সিনেমা ১২০ কোটি ব্যবসা করল৷ মানুষ তো টিকিট কেটে সিনেমা দেখছে৷ অর্থনীতি মন্দা থাকলে এত টাকার টিকিট বিক্রি হত? মন্ত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হয় সমালোচনা৷

পরিস্থিতি বেগতিক দেখে আগের মন্তব্য প্রত্যাহার করে কেন্দ্রীয় আইনমন্ত্রী প্রেস বিবৃতি জারি করে জানান, গত ১১ দিনে ৩টি সিনেমা ১২০ কোটির ব্যবসা করেছে৷ এই মন্তব্য তথ্যগতভাবে সঠিক৷ এই শিল্পের মাধ্যমে রাজস্ব তহবিলে অর্থ আসে৷ আসলে আমি সেটা বলতে চেয়েছিলাম৷ আমার বক্তব্যকে অন্যভাবে উপস্থাপন করা হচ্ছে৷ ফলে, সংবেদনশীল নাগরিক হিসেবে আমি আমার আগের মন্তব্য প্রত্যাহার করছি৷’’

সিনেমার টিকিট বিক্রির মন্ত্রীর মন্তব্য ঘিরে কম বিতর্ক হয়নি৷ আজ সকালেই রবিশঙ্করকে আক্রমণ করে টুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী৷ লেখেন, ‘‘মন্ত্রী মশায়, সিনেমার দুনিয়ায় এভাবে হাড়িয়ে যাবেন না৷ বাস্তবটা দেখুন একবার৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *