দেশের জনতার আয় নিশ্চিত করতে চেয়েছিলেন অভিজিৎ, কীভাবে জানেন?

নয়াদিল্লি: অর্থনীতিতে দারিদ্র মুক্তির পথ দেখিয়ে নোবেল জিতেছেন সস্ত্রীক বাঙালি গবেষক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো অভিজিৎবাবুও মোদি সরকারের কঠোর সমালোচক বলেই পরিচিত৷ মোদি সরকারের নোট বাতিল ঘোষণার পর সরাসরি জানিয়েছিলেন, কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত বিফলে যেতে পারে৷ আর তাই ঘটেছে৷ কিন্তু মোদি সরকারের কঠোর সমালোচনা করলেও কংগ্রেস ঘটনার সঙ্গে তাঁর যোগাযোগ

3 stocks recomended

নয়াদিল্লি: অর্থনীতিতে দারিদ্র মুক্তির পথ দেখিয়ে নোবেল জিতেছেন সস্ত্রীক বাঙালি গবেষক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো অভিজিৎবাবুও মোদি সরকারের কঠোর সমালোচক বলেই পরিচিত৷ মোদি সরকারের নোট বাতিল ঘোষণার পর সরাসরি জানিয়েছিলেন, কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত বিফলে যেতে পারে৷ আর তাই ঘটেছে৷ কিন্তু মোদি সরকারের কঠোর সমালোচনা করলেও কংগ্রেস ঘটনার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে অনেকেই মনে করছেন৷

জানা গিয়েছে, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের মূল হাতিয়ার ছিল ন্যায় প্রকল্প৷ রাহুল গান্ধীর ঘোষণা করা ন্যূনতম আয় নিশ্চয়তা প্রকল্প ন্যায়ের রূপরেখা তৈরি করেছিলেন এই অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ তবে নির্বাচনী সাফল্য না পেলেও অভিজিতবাবুর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প রাজস্ব ঘাটতির কথা মাথায় রেখে দেশের জনতা রায় ন্যূনতম আয় তিন হাজার টাকা করার নিশ্চয়তা দিয়েছিলেন তিনি৷ যদিও ন্যূনতম আয় ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করার ঘোষণা করেছিলেন রাহুল গান্ধী৷

দেশের জনতার আয় নিশ্চিত করতে চেয়েছিলেন অভিজিৎ, কীভাবে জানেন?

কংগ্রেস সূত্রে খবর, অভিজিতবাবুর নির্ধারণ করা ন্যূনতম তিন হাজার টাকা আয় নিশ্চয়তা করার প্রস্তাব রাহুল গান্ধী ছ’হাজার টাকা করার পর অর্থনীতিবীদ অভিজিৎবাবু জানিয়েছিলেন, আমি ধীরে চলো নীতিতে বিশ্বাস করি৷ আর এই নীতিতেই রাজস্ব ঘাটতি কমানো সম্ভব৷ কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে অনেক কিছুই করতে হয়৷ ব্যক্তিগতভাবে অভিজিতবাবু মনে করেন, ভর্তুকি দেওয়া অর্থনীতি আসলে দেশের পক্ষে ক্ষতিকারক৷

কংগ্রেসের ন্যায়ের পরামর্শদাতা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ টুইটারে তিনি লিখেছেন, অভিজিৎ আজ দেশকে গর্বিত করেছেন৷ অভিনন্দন জানিয়েছেন রাহুল গান্ধীও৷ সেখানে তিনি লিখেছেন, ন্যায় প্রকল্পের প্রশংসার পাশাপাশি অর্থনীতিবিদ অভিজিতবাবুকে শুভেচ্ছা জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *