counselling
কলকাতা: উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং বন্ধ করা যাবে না৷ কাউন্সেলিং নিয়ে হাই কোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, এখনই কাউন্সেলিং বন্ধ নয়। কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো কাউন্সেলিং চালাতে পারবে পারবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। সেই সঙ্গে বিচারপতি হিমা কোহলি এবং আসাউদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চ এও জানিয়েছে, নিয়োগ নিয়ে কোনও চূড়ান্ত নির্দেশ দিলে তা চ্যালেঞ্জ করা যাবে৷ ।
হাই কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং বন্ধ করতে চেয়ে সুপ্রিম কোর্টে যায় উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের দাবি, প্রথম প্যানেলে তাঁদের নাম থাকলেও, নতুন প্যানেলে নাম নেই। ‘অস্বচ্ছ’ প্যানেল তৈরি করে কাউন্সেলিং শুরু করেছে এসএসসি৷ এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানায়, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং এখনই বন্ধ নয়। কাউন্সেলিং চলবে৷