নয়াদিল্লি: দেশের অর্থনীতির হাল ফেরাতে দফায় দফায় সুদ কমিয়ে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ চলতি অর্থবর্ষে অন্তত তিনটি ত্রৈমাসিকে সুদের হার কমিয়েছে আরবিআই৷ সুদের হার কমিয়ে দেশের অর্থনীতির হাল ফেরানোর চেষ্টা করার পাশাপাশি এবার ৮ বছরের মেয়াদি গোল্ড বন্ড বাজারে ছাড়তে শুরু করল আরবিআই৷ ধনতেরসের আগে আরবিআইয়ের নয়া ঘোষণায় উচ্ছ্বসিত বাজার৷
কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, প্রতি গ্রাম ৩ হাজার ৮৩৫ টাকা দামে গোল্ড বন্ড বাজারে ছাড়া হবে৷ আট বছরের মেয়াদি এই বন্ড কিনতে পারবেন সাধারণ ক্রেতারা৷ বাজারে গোল্ড বন্ড ছাড়ার পাশাপাশি অনলাইনে তা কিনলে গ্রাম প্রতি অন্তত ৫০ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছে আরবিআই৷ বাজারে ছাড়া আরবিআইয়ের নয়া গোল্ড বন্ডের উপর বছরে অন্তত ২.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে৷
মূলত সোনা কিনে যাঁরা বিনিয়োগে আগ্রহী, তাঁদের জন্য এই বন্ড কেনা ভালো বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা, এতে গোল্ড বন্ডে সোনা জমিয়ে রাখার খরচ ও সুরক্ষার দু’টি নিশ্চিন্ত থাকতে পারবেন ক্রেতারা৷