প্রয়াত শেয়ার বাজারের ‘বিগ বুল’, ৬২-তে থামল রাকেশ ঝুনঝুনওয়ালার জীবন

প্রয়াত শেয়ার বাজারের ‘বিগ বুল’, ৬২-তে থামল রাকেশ ঝুনঝুনওয়ালার জীবন

মুম্বই: প্রয়াত ভারতের অন্যতম জনপ্রিয় ধনকুবের তথা শেয়ার বাজারের ‘নির্ভুল বিনিয়োগকর্তা’ রাকেশ ঝুনঝুনওয়ালা। রবিবার সকালে মুম্বইয়ের নিজস্ব বাসভবনেই জীবনাবসান হয় রাকেশের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, রবিবার সকালে মুম্বইয়ের ব্রিজ ক্যানডি হাসপাতালে অসুস্থ রাকেশকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর একাধিক শারীরিক সমস্যা থাকলেও হার্ট অ্যাটাকেই রাকেশের মৃত্যু হয়েছে, হাসপাতাল সূত্রে খবর এমনটাই।

উল্লেখ্য রাকেশ ঝুনঝুনওয়ালা শেয়ারবাজারের ‘দ্য বিগ বুল’ নামে পরিচিত। কারণ শেয়ারবাজারের বিনিয়োগে কখনো কোনও ভুল হত না তাঁর। জুতো সংস্থা থেকে নিজস্ব বিমান সংস্থা ‘আকাশা’ সর্বক্ষেত্রেই রাকেশ ঝুনঝুনওয়ালার বিচরণ ছিল অবাধ। তাঁর শেয়ারবাজারে বিনিয়োগ করে লাভ এবং সম্পত্তির পরিমাণের জন্য তাকে বলা হত ভারতের ‘ওয়ারেন বাফে’। এমনকি করোনার সময় যখন বিশ্বের অধিকাংশ সংস্থা ভয়াবহ লোকসানের মুখে পড়েছিল তখনও রাকেশের সম্পত্তির পরিমাণ কার্যত ফুলেফেঁপে উঠেছিল। রাকেশের পরিবার সূত্রে খবর, রবিবার সকাল ৬:৪৫ নাগাদ প্রয়াত হয়েছেন তিনি। রাকেশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 ১৯৬০ সালের ৫ জুলাই হায়দারাবাদের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। তবে জন্ম হায়দারাবাদে হলেও রাকেশের বেড়ে ওঠা কিন্তু মুম্বইতে। কমার্সের ছাত্র রাকেশের বরাবরই আগ্রহ ছিল স্টক মার্কেট নিয়ে। তাঁর বাবা ছিলেন আয়কর বিভাগের অধিকর্তা। সেখান থেকেই আস্তে আস্তে স্টক মার্কেট নিয়ে পড়াশোনা শুরু করেন রাকেশ। এরপর ১৯৮৫ সালে প্রথম স্টক মার্কেটে বিনিয়োগ করা শুরু করেন ৫০০০ টাকা দিয়ে। সেটাই ২০১৮ সালের সেপ্টেম্বরে বেড়ে হয় ১১ হাজার কোটি টাকা। শেয়ার বাজারের এই বিনিয়োগের দৌলতেই রাকেশের জগৎজোড়া নামডাক আজ। দিন কয়েক আগেই তাঁর উড়ান সংস্থা আকাশার পথচলা শুরু হয়েছে। নিজস্ব সংস্থার প্রথম উড়ানে যাত্রীদের সঙ্গে নিজেই সফর করেছিলেন রাকেশ। কিন্তু তার এক সপ্তাহের মধ্যেই মাত্র ৬২ বছর বয়সে থেমে গেল ভারতীয় এই ‘বিগ বুলের’ জীবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 2 =