তিহাড়ে বন্দি কেষ্ট! বীরভূমের বাড়িতে গেল আয়কর নোটিস

তিহাড়ে বন্দি কেষ্ট! বীরভূমের বাড়িতে গেল আয়কর নোটিস

Income Tax

বীরভূম: গরু পাচার মামলায় কেন্দ্রীয় সংস্থার হাতে ধৃত অনুব্রত মণ্ডল বর্তমানে তিহাড় জেলে বন্দি৷ বারবার জামিনের আবেদন জানিয়েও লাভ হয়নি৷ জেলে থাকলেও নিস্তার নেই একদা বীরভূমের ‘বেতাজ বাদশা’র। এবার আয়কর দফতরের আতস কাচে কেষ্ট ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে৷ অভিযোগ, আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কর দেননি অনুব্রত-সুকন্যা৷ কর ফাঁকির অভিযোগ অবশ্য নতুন নয়৷ প্রথম থেকেই এই দাবি জানিয়ে আসছে দুই কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই৷ এবার বীরভূমের নিচুপট্টির বাড়িতে গেল আয়কর দফতরের নোটিস৷ কর ফাঁকির কারণ জানতে চেয়ে নোটিস পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। তবে অনুব্রত ও সুকন্যা বর্তমানে জেলে বন্দি থাকায় তাঁদের আইনজীবীরা এই বিষয়টি দেখবেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + fourteen =