দেশের সঞ্চিত সোনা বিক্রির সিদ্ধান্ত শীর্ষ ব্যাংকের! ৩০ বছরে প্রথম!

নয়াদিল্লি: দেশে গুচ্ছিত সোনা বিক্রি করার কথা ভাবছে দেশের রিজার্ভ ব্যাংক৷ এমন ঘটনা গত ৩০ বছরে কখনও ঘটেনি৷ বিগত বছরগুলিতে দেখা যাচ্ছে, সোনা কেনার দিকেই বেশি ঝোঁক ছিল আরবিআইয়ের৷ কিন্তু দেখা যাচ্ছে, যবে থেকে জালান কমিটি গঠিত হয়েছে তারপর থেকেই আরবিআইয়ের সোনা বিক্রি অনেকটাই প্রবণতা বেড়ে গিয়েছে৷ জালান কমিটি রিপোর্ট পেশ করে জানিয়েছিল, সোনার লেনদেন

3 stocks recomended

দেশের সঞ্চিত সোনা বিক্রির সিদ্ধান্ত শীর্ষ ব্যাংকের! ৩০ বছরে প্রথম!

নয়াদিল্লি: দেশে গুচ্ছিত সোনা বিক্রি করার কথা ভাবছে দেশের রিজার্ভ ব্যাংক৷ এমন ঘটনা গত ৩০ বছরে কখনও ঘটেনি৷ বিগত বছরগুলিতে দেখা যাচ্ছে, সোনা কেনার দিকেই বেশি ঝোঁক ছিল আরবিআইয়ের৷ কিন্তু দেখা যাচ্ছে, যবে থেকে জালান কমিটি গঠিত হয়েছে তারপর থেকেই আরবিআইয়ের সোনা বিক্রি অনেকটাই প্রবণতা বেড়ে গিয়েছে৷

জালান কমিটি রিপোর্ট পেশ করে জানিয়েছিল, সোনার লেনদেন বাড়ানো উচিত রিজার্ভ ব্যাংকের৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি বছরে এখনও পর্যন্ত ১.১৫ বিলিয়ন ডলারের সোনা বিক্রি করে ফেলেছে রিজার্ভ ব্যাংক৷ রিজার্ভ ব্যাংকের সাপ্তাহিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, চলতি বছরেই মোট ৫.১ বিলিয়ন ডলারের সোনা ক্রয় করেছে৷ দেখা যাচ্ছে, সোনার লেনদেনে লেনদেন প্রবণতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে আরবিআই৷

সংবাদমাধ্যমের দাবি, গত আগস্ট মাসের শেষের দিকে এর হিসাব অনুযায়ী আরবিআইয়ের সোনার মোট পরিমাণ ছিল ১.৯৮৭ মিলিয়ান আউন্স৷ গত ১১ অক্টোবরের শেষ হিসাব অনুযায়ী ফরেক্স রিজার্ভে সঞ্চিত আছে ২৬.৫ বিলিয়ন ডলারের সোনা৷

জালান কমিটির রিপোর্ট আসার পর থেকেই সোনা কেনা বাড়িয়ে দিয়েছে আরবিআই৷ গত বছরের শেষের দিকে গঠিত করা হয়েছিল জালান কমিটি৷ আরবিআইয়ের অতিরিক্ত লভ্যাংশ কেন্দ্রীয় সরকারের বাজেট ঘাটতি মেটাতে খরচ করা হবে কিনা সেই বিতর্কে অবসান ঘটতে গঠন করা হয়েছিল ওই কমিটি৷ অর্থাৎ আরবিআই সোনা বিক্রি শুরু করলে তা থেকে যে লাভ হবে আর তার একটা বড় অংশ দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =