শরীর অসুস্থ, জামিন দিন, আদালতে আর্জি কাকুর আইনজীবীর, কবে শুনানি?

শরীর অসুস্থ, জামিন দিন, আদালতে আর্জি কাকুর আইনজীবীর, কবে শুনানি?

Sujay Krishna Bhadra

কলকাতা: জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ  সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। অসুস্থতার কারণ দর্শিয়ে জামিনের আর্জি জানান তিনি। বৃহস্পতিবার দ্রুত শুনানির আর্জি জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন ‘কাকু’র আইনজীবী। শুক্রবার হতে পারে মামলার শুনানি৷ 

হৃদরোগে আক্রান্ত সুজয়কৃষ্ণ ভদ্র বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করান৷ তার পর ভর্তি হন এসএসকেএম হাসপাতালে৷  গত ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই তাঁর রক্তচাপ প্রচণ্ড কমে যায়৷ নাড়ির গতি বেড়ে যাওয়ায় তড়িঘড়ি সুজয়কৃষ্ণকে এসএসকেএমেরই কার্ডিয়োলজি বিভাগের এক নম্বর কেবিন থেকে ‘ইনটেনসিভ কার্ডিয়াক কেয়ার ইউনিট’ (আইসিসিইউ) নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি কেবিনে ফিরে এসেছেন৷ শনিবার রাতে ‘কাকু’র অ্যাঞ্জিয়োগ্রাফি হয়। তাতে দেখা যায়, তাঁর রক্তবাহী ধমনীতে ক্যালসিয়াম জমেছে। সেই কারণে বিক্ষিপ্ত ভাবে রক্ত সঞ্চালন ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সমস্ত মেডিক্যাল রিপোর্ট এবং চিকিৎসকদের মতামত ইডিকে জানানো হবে। এই প্রেক্ষিতেই স্বাস্থ্য সংক্রান্ত কারণ উল্লেখ করেই কাকুর জামিনের আর্জি জানান তাঁর আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =