নয়া রেশন কার্ডে ছাড় মিলবে বিগ বাজারে! নববর্ষে উপহার প্রস্তুতি

কলকাতা: দ্বিতীয় দফায় রেশন কার্ড সংক্রান্ত আবেদন গ্রহণের শুরু করতে চলেছে রাজ্য খাদ্য দপ্তর৷ ১০ নম্বর ফরম ফিলাপ করে স্বেচ্ছায় রেশনে ভর্তুকি ছাড়া যাবে৷ ছাড় না নিলে পাওয়া যাবে পরিচয়পত্র বাবদ নয়া রেশন কার্ড৷ যদিও এই সংক্রান্ত প্রতিবেদন আগেই প্রকাশ করেছে আজ বিকেল ডট কম৷ কিন্তু এবার রেশন ভর্তুকি না নেওয়া গ্রাহকদের জন্য সুখবর দিতে

3 stocks recomended

নয়া রেশন কার্ডে ছাড় মিলবে বিগ বাজারে! নববর্ষে উপহার প্রস্তুতি

কলকাতা: দ্বিতীয় দফায় রেশন কার্ড সংক্রান্ত আবেদন গ্রহণের শুরু করতে চলেছে রাজ্য খাদ্য দপ্তর৷ ১০ নম্বর ফরম ফিলাপ করে স্বেচ্ছায় রেশনে ভর্তুকি ছাড়া যাবে৷ ছাড় না নিলে পাওয়া যাবে পরিচয়পত্র বাবদ নয়া রেশন কার্ড৷ যদিও এই সংক্রান্ত প্রতিবেদন আগেই প্রকাশ করেছে আজ বিকেল ডট কম৷ কিন্তু এবার রেশন ভর্তুকি না নেওয়া গ্রাহকদের জন্য সুখবর দিতে চলেছে রাজ্য৷ নতুন রেশন কার্ডে এবার থেকে ছাড় মিলতে পারে শপিংমলে৷

সবকিছু ঠিকঠাক থাকলে নববর্ষের বড়সড় উপহার পেতে চলেছেন রাজ্যবাসী৷ রাজ্য সরকারের দেওয়া নতুন রেশন কার্ডে ভর্তুকিযুক্ত রেশন না মিললেও ছাড় মিলতে পারে বিগ বাজার শপিংমলে৷ জানা গিয়েছে, ওই রেশন কার্ড দেখালেই বিগ বাজার কর্তৃপক্ষ গ্রাহককে বিশেষ ছাড় দেবে৷ এই নিয়ে খাদ্য দপ্তর ও বিগবাজার কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফায় আলোচনা হয়েছে বলে সূত্রের খবর৷ সবকিছু ঠিকঠাক থাকলে পয়লা বৈশাখের আগেই গোটা ব্যবস্থাটি চূড়ান্ত হতে পারে বলে খবর৷

আগামী ৫ নভেম্বর থেকে ১০ নম্বর ফরম পূরণ করার কাজ শুরু করতে চলেছে খাদ্য দপ্তর৷ এই ফর্ম পূরণ করলে মিলবে পরিচয়পত্র বাবদ একটি রেশন কার্ড৷ সেই কার্ড দেখিয়ে ভর্তুকিযুক্ত রেশন মিলবে না৷ তবে, শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে৷ কিন্তু যারা ভর্তুকিযুক্ত রেশন নেবেন না, তাদের জন্য কিছুটা স্বস্তি দিতে এবার বিগবাজার কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছে খাদ্য দপ্তর৷

ফিউচার গ্রুপের সঙ্গে খাদ্য দপ্তরের ছাড় সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হলে নতুন রেশন কার্ড গ্রাহকরা বিগ বাজার থেকে ৫ থেকে ১০ শতাংশ ছাড়ে পণ্য কিনতে পারবেন৷ তবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেই এই ছাড় মিলতে পারে বলে জানা গিয়েছে৷ কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে বিগ বাজারের মল নেই সেখানে গ্রাহকরা কীভাবে সুবিধা পাবেন?

খাদ্য দপ্তর সূত্রে খবর, রাজ্য সরকার চাইছে যারা রেশনে ভর্তুকি ছেড়ে দিতে চান, তাঁরা স্বচ্ছতা ঘোষণা করুক৷ যাদের রেশনে ভর্তুকির প্রয়োজন নেই, তাঁরা সরকারকে আবেদন জানিয়ে সেই ভর্তুকি ছেড়ে অন্যদের সুযোগ করে দিন পারেন৷ এই মর্মে ১০ নম্বর ফরম পূরণ করার বার্তা দিচ্ছে রাজ্য খাদ্য দপ্তর৷ ইতিমধ্যেই পরিচয় পত্র হিসেবে বিশেষ রেশন কার্ড বিলি প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য৷ এই বিশেষ কার্ড পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা গেলেও তোলা যাবে না রেশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =