daughter
কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর বর্তমান ঠিকানা এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগ৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷ হাসপাতালে থাকলেও, এতদিন তাঁর উপর কড়া নজর রাখা হয়েছিল৷ শুক্রবার কলকাতা হাই কোর্টের নির্দেশে বনমন্ত্রীর কেবিন থেকে সরানো হয় সিসিটিভি ক্যামেরা। তাঁর কেবিন থেকে সিসিটিভি সরতেই শনিবার সকালে আচমকা হাসপাতালে হাজির জ্যোতিপ্রিয়কন্যা প্রিয়দর্শিনী মল্লিক এবং দাদা দেবপ্রিয় মল্লিক। তাঁরা সোজা ঢুকে পড়েন কার্ডিওলজি ব্লকে৷ কেবিনে ঢুকে জ্যোতিপ্রিয়র সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তাঁরা। যদিও তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি। জ্যোতিপ্রিয়র সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরেই সেখান তাঁরা থেকে সোজা চলে যান এমএসভিপির অফিসে।
নিম্ন আদালতের নির্দেশ মেনেই হাসপাতালের কেবিনের ভিতরে এবং বাইরে বসানো হয়েছিল নজরজারি ক্যানেরা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয় হাই কোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয়। হাই কোর্ট বালুর কেবিন থেকে সিসিটিভি ক্যামেরা সরানোর নির্দেশ দেন৷ তবে বলেন, কেবিনের বাইরে সিআরপিএফ জওয়ানরা মোতায়েন থাকবে৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানান, নজরদারি ও পাহারার দায়িত্বে থাকবেন সিআরপিএফ জওয়ানরা।