মদ্যপ ব্যক্তির হাতে গাড়ি নয়, বর্ষশেষের উৎসবে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুখতে কড়া পদক্ষেপ

মদ্যপ ব্যক্তির হাতে গাড়ি নয়, বর্ষশেষের উৎসবে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রুখতে কড়া পদক্ষেপ

2e6735a51f0d65d258a0fa0646db4bff

কলকাতা: সামনেই বড়দিন৷ তার পরেই বর্ষবরণ৷ শহরজুড়ে উৎসবের মেজাজ৷ এখন থেকেই সেজে উঠেছে রেস্তরাঁ, বার, পাব। তবে উৎসবের দিনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চত করতে চাইছে হোটেল-রেস্তরাঁ সংগঠন। মদ‌্যপ ব্যক্তিদের গাড়ি চালিয়ে বাড়ি ফেরার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। অতিরিক্ত মদ‌্যপান করলে সংশ্লিষ্ট ব‌্যক্তিকে গাড়ির চালকের আসনে বসতে দেওয়া হবে না। বরং অন‌্য গাড়ি ডেকে তাঁকে বাড়ি পাঠাতে হবে৷  তিনি যদি গাড়ি ছেড়ে যেতে না চান, সেক্ষেত্রে চালক ভাড়া করে তাঁকে বাড়ি পাঠাতে হবে। এই মর্মে শহর-শহরতলির সমস্ত বার এবং রেস্তরাঁকে এই মর্মে নোটিস পাঠাতে শুরু করেছে হোটেল-রেস্তরাঁ সংগঠন। হোটেলে থাকা বেয়ারারা মদ্যপ ব্যক্তির জন্য গাড়ি বা চালক ডেকে দেবেন। বিশেষ দিনগুলিতে গাড়ির চালক সরবরাহের জন‌্য ইতিমধ্যে অ‌্যাপও চালু করে ফেলেছে এক বেসরকারি সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *