ফোনে রিচার্জ করলেই মিলবে ৪ লক্ষ টাকার জীবন বিমা

নয়াদিল্লি: কার্যত একাই দেশজুড়ে রাজত্ব করছে রিলায়েন্স জিও৷ বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিয়ে জনপ্রিয়তার কুড়িয়েছে জিও৷ লাফিয়ে বাড়েছে মুনাফা৷ রিলায়েন্স জিওর প্রভাবে টেলিকম দুনিয়ায় নামজাদা সংস্থাগুলিও ঢুকতে বসেছে৷ এবার জিও’র ধাক্কায় ব্যবসায় টান পরতেই নতুন করে গ্রাহক ধরার ইঁদুর দৌড়ে পা বাড়াল এয়ারটেল৷ গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে এবার প্রিপেড গ্রাহকদের জীবন বিমা দেওয়ার ঘোষণা

3 stocks recomended

ফোনে রিচার্জ করলেই মিলবে ৪ লক্ষ টাকার জীবন বিমা

নয়াদিল্লি: কার্যত একাই দেশজুড়ে রাজত্ব করছে রিলায়েন্স জিও৷ বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিয়ে জনপ্রিয়তার কুড়িয়েছে জিও৷ লাফিয়ে বাড়েছে মুনাফা৷ রিলায়েন্স জিওর প্রভাবে টেলিকম দুনিয়ায় নামজাদা সংস্থাগুলিও ঢুকতে বসেছে৷ এবার জিও’র ধাক্কায় ব্যবসায় টান পরতেই নতুন করে গ্রাহক ধরার ইঁদুর দৌড়ে পা বাড়াল এয়ারটেল৷

গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে এবার প্রিপেড গ্রাহকদের জীবন বিমা দেওয়ার ঘোষণা এয়ারটেলের৷ নতুন ৫৯৯টাকার প্ল্যান রিচার্জ করলে মিলবে ৮৪ দিনের বৈধতা৷ সীমাহীন কলের সুবিধা থাকবে৷ প্রতি দিন ২ জিবি করে ডেটা ও দিনে ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা পাবেন গ্রাহকরা৷ সীমাহীন কথা বলার পাশাপাশি প্রিপেড গ্রাহকরা পেয়ে যাবেন ৩ মাসের জন্য ৪ লক্ষ টাকার জীবন বিমার সুবিধা পেয়ে যাবেন৷ ভারতী অ্যাক্সা লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এই ঘোষণা করে ভারতী এয়ারটেল৷

কীভাবে মিলবে এই বিমার সুবিধা? সংস্থার তরফে জানানো হয়েছে, কোনও গ্রাহক যখনই ৫৯৯ টাকার রিচার্জ করবেন, ঠিক তখনই ওই গ্রাহকের নামে প্ল্যানের সুবিধা হিসাবে ৪ লক্ষ টাকার জীবন বিমার অন্তর্ভুক্ত হয়ে যাবে৷ বিমার মেয়ার থাকবে রিচার্জের তিন থেকে ৯০ দিন৷ অর্থাৎ তিন মাস৷ নতুন করে আবার রিচার্জ করার সঙ্গে সঙ্গে পরবর্তী বিমা চালু হয়ে যাবে৷ তবে এক্ষেত্রে গ্রাহকের বয়স হতে হবে ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eighteen =