পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ব্যর্থ সরকার! দাম ছুঁয়েছে ১০০ টাকা!

নয়াদিল্লি: বাংলাদেশের রফতানি বন্ধ হয়েছে৷ ভারতের পাঠানো পেঁয়াজ না পেয়ে সেদেশে কেজিপ্রতি পেঁয়াজের দাম উড়ে ১৫০ টাকা৷ রফতানি বন্ধ করেও দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্র৷ খোদ দেশের রাজধানী দিল্লিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে৷ কিন্তু, কেন এত দাম? যুক্তি খাড়া করতে ছাড়েনি কেন্দ্রের মোদির সরকার৷ খরিফে উৎপাদন কম হওয়ার ও ঠিক

3 stocks recomended

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ব্যর্থ সরকার! দাম ছুঁয়েছে ১০০ টাকা!

নয়াদিল্লি: বাংলাদেশের রফতানি বন্ধ হয়েছে৷ ভারতের পাঠানো পেঁয়াজ না পেয়ে সেদেশে কেজিপ্রতি পেঁয়াজের দাম উড়ে ১৫০ টাকা৷ রফতানি বন্ধ করেও দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্র৷ খোদ দেশের রাজধানী দিল্লিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে৷

কিন্তু, কেন এত দাম? যুক্তি খাড়া করতে ছাড়েনি কেন্দ্রের মোদির সরকার৷ খরিফে উৎপাদন কম হওয়ার ও ঠিক মতো রাখার অভাবে পচে যাচ্ছে বহুমূল্যের পেঁয়াজ৷ বর্ষার কারণেও ক্ষতি হয়েছে বলেও দাবি দিল্লির সরকারের৷ আর সেই কারণে এই পরিস্থিতি বলে জানানো হয়েছে৷

তবে, পেঁয়াজের বাজারদর নিয়ন্ত্রণে ৫৬ হাজার ৭০০ টন পেঁয়াজ সংগ্রহ করে রাখলেও আদতে তা কাজে আসেনি৷ জানা গিয়েছে, নাফেডের কাছে এই মুহূর্তে রয়েছে ১ হাজার ৫২৫ টন পেঁয়াজ৷ স্টক ফুরিয়ে আসায় জোগান নিয়ে বাড়ছে চিন্তা৷

কেন্দ্র সরকারের অধীনস্ত সংস্থা নাফেডের মাধ্যমে সস্তায় পেঁয়াজ বিক্রির উদ্যোগ নেওয়ার হলেও জোগানে টান পড়েছে৷ বাড়ছে চাহিদা৷ আর তার জেরে গত সেপ্টেম্বর মাস থেকে পেঁয়াজের দাম লাফিয়ে বলাফিয়ে বেড়েছে৷ খোলা বাজারে ১০০ টাকা কিলোতে এসেছে বিক্রি হচ্ছে পেঁয়াজ৷ আর তাতেই চাপে পড়ে গিয়েছে মোদি সরকার৷

অন্যদিকে মুখ্যমন্ত্রীর হাতে থাকা টাস্ক ফোর্সের নজরদারিতে খামতি থাকার কারণেও বাংলার বাজারে লাফিয়ে বাড়ছে সবজি আনাজের দাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =