নোট বাতিলের ৩ বছরে ‘স্পিকটি নট’ মোদি, বিদ্রোহ মমতার

নয়াদিল্লি: শুক্রবার ৯২ বছরে পদার্পণ করলেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানী৷ ইতিমধ্যেই ট্যুইটে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে এরাজ্যের মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্টজনেরা৷ আডবানীকে লেখা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে নোটবন্দির তিন বছর পূর্তিতে কেন্দ্রের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ নোটবন্দির তৃতীয় বর্ষে ‘স্পিকটি নট’ নরেন্দ্র মোদি৷ আজ সকালে আডবানীকে লেখা শুভেচ্ছা বার্তায়

3 stocks recomended

নোট বাতিলের ৩ বছরে ‘স্পিকটি নট’ মোদি, বিদ্রোহ মমতার

নয়াদিল্লি: শুক্রবার ৯২ বছরে পদার্পণ করলেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানী৷ ইতিমধ্যেই ট্যুইটে তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী থেকে এরাজ্যের মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্টজনেরা৷ আডবানীকে লেখা শুভেচ্ছা বার্তা পাঠিয়ে নোটবন্দির তিন বছর পূর্তিতে কেন্দ্রের বিরুদ্ধ যুদ্ধ ঘোষণা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ নোটবন্দির তৃতীয় বর্ষে ‘স্পিকটি নট’ নরেন্দ্র মোদি৷

আজ সকালে আডবানীকে লেখা শুভেচ্ছা বার্তায় তাঁর সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি প্রধানমন্ত্রীর নাম না উল্লেখ করে নোটবন্দির প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ টুইটারে তিনি লিখেছেন, নোটবন্দির পরেই তিনি এর কুফল নিয়ে মত প্রকাশ করছিলেন৷ যা এখন সাধারণ মানুষ থেকে অর্থনীতিবিদরাও স্বীকার করছে৷

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকৃষ্ণ আডবানীকে শুভেচ্ছা বার্তায় টুইটারে লিখেছেন, শ্রী লাল কৃষ্ণ আদবানী কয়েক দশক বিজেপির ক্ষমতা বৃদ্ধির কাজ করে গিয়েছেন৷ দল যদি গত বছরগুলিতে ভারতীয় রাজনীতিতে একটি বিশিষ্ট স্থান দখল করে থাকে তবে এটি আদবানীর মতো নিঃস্বার্থ কর্মীদের বহু দশকের কঠোর পরিশ্রমের ফলাফল৷

প্রধানমন্ত্রী আরও লেখেন, আদবানীজি সর্বদা মূল্যবোধের সাথে যুক্ত ছিলেন৷ এমনকি জীবনে একবারও তিনি তাঁর মূল আদর্শের সঙ্গে আপস করেননি৷ যখনই গণতন্ত্র সুরক্ষার প্রশ্ন এসেছে, তিনি সবার আগে এগিয়ে গেছেন। ওনার প্রশাসনিক দক্ষতা সর্বজন বিদিত৷ তবে এদিন মমতার ট্যুইট কিংবা নোটবন্দির তৃতীয় বছর প্রসঙ্গে কোনও মন্তব্যই করেননি মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =