রান্নার গ্যাসে ৪৪ টাকা ভর্তুকি কমাল কেন্দ্র! তুঙ্গে অসন্তোষ

কলকাতা: গত ৪ মাসে রান্নার গ্যাসের ভর্তুকি চুপিসারে অন্তত ৪৪ টাকা কমিয়ে দিল নরেন্দ্র মোদির সরকার! গত কয়েক মাসে ভর্তুকি অঙ্ক দেখে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন গ্রাহকদের একাংশ৷ গ্রাহকদের অভিযোগ, গত ৪ মাসে প্রায় ৪৪ টাকা কম ভর্তুকি কম ঢুকেছে ব্যাংকের অ্যাকাউন্টে৷ অথচ ভর্তুকি কমিয়ে দেওয়ার কোনও ঘোষণাই করেনি কেন্দ্র৷ গ্রাহকদের অভিযোগ, কোন মাসে

3 stocks recomended

রান্নার গ্যাসে ৪৪ টাকা ভর্তুকি কমাল কেন্দ্র! তুঙ্গে অসন্তোষ

কলকাতা: গত ৪ মাসে রান্নার গ্যাসের ভর্তুকি চুপিসারে অন্তত ৪৪ টাকা কমিয়ে দিল নরেন্দ্র মোদির সরকার! গত কয়েক মাসে ভর্তুকি অঙ্ক দেখে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন গ্রাহকদের একাংশ৷

গ্রাহকদের অভিযোগ, গত ৪ মাসে প্রায় ৪৪ টাকা কম ভর্তুকি কম ঢুকেছে ব্যাংকের অ্যাকাউন্টে৷ অথচ ভর্তুকি কমিয়ে দেওয়ার কোনও ঘোষণাই করেনি কেন্দ্র৷ গ্রাহকদের অভিযোগ, কোন মাসে কত টাকা ভর্তুকি পাবেন গ্রাহক তার নির্দিষ্ট কোনও তথ্য দেওয়া হচ্ছে না৷ কিন্তু, ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়া ভর্তুকির হিসাব দেখে চোখ কপালে উঠছে গ্রাহকদের৷

এমনিতেই রান্নার গ্যাস ডেলিভারির সময় ক্যাশমেমোয় লেখা থাকে তার মূল দাম৷ ওই ক্যাশমেমোয় ভর্তুকি পরিমাণ উল্লেখ করা হয়ে থাকে৷ অভিযোগ, গত আগস্ট মাস থেকে ভর্তুকি অঙ্ক লেখার অংশটি তুলে দেওয়া হয়েছে৷ ফলে, তাতেই বেড়েছে জটিলতা৷

জানা গিয়েছে, সাধারণ গ্রাহককা আগস্ট মাসে ভর্তুকি পেয়েছেন ৭৪.০৫ টাকা৷ অর্থাৎ গড়ে ২১ টাকা কম৷ নভেম্বরে সাধারণ গ্রাহক ভর্তুকি বাবদ পাবেন ১৫৬.৩৩ টাকা৷ আগস্ট মাসের মতো নভেম্বরেও সেই ধারা চলছে বলে অভিযোগ৷ গ্রাহকদের অভিযোগ, প্রতি মাসে ধাপে ধাপে ভর্তুকির পরিমাণ কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷

কীভাবে কমছে ভর্তুকি? গ্রাহকরা জানিয়েছেন, সেপ্টেম্বরে গ্যাসের বাজারদর ছিল ৬১৬ টাকার কাছাকাছি৷ আগস্টের তুলনা১৫ টাকা বেশি৷ সেপ্টেম্বরে ভর্তুকি বাবদ বেশি টাকা পাওয়ার কথা থাকলেও গ্রাহক তা পাননি বলে অভিযোগ৷ মিলেছে আগস্টের থেকে ৭.৯ টাকা বেশি৷ সেক্ষেত্রে ৭ টাকা কম৷

অক্টোবর মাসে গ্যাসের দাম বাড়ে ১৩ টাকার কাছাকাছি৷ সেপ্টেম্বর মাসের ভর্তুকি বাড়ে মাত্র ৬ টাকার মতো৷ সাড়ে ৭ টাকা কম৷নভেম্বরেও একই ঘটনা ঘটছে৷ এবার গ্যাসের দাম বেড়েছে ৭৬ টাকার কাছাকাছি৷ অক্টোবরের তুলনায় ভর্তুকি ৭৬ টাকা বেশি পাওয়ার কথা থাকলেও ৭.৬২ টাকা কম পেয়েছেন গ্রাহকরা৷ আর তাতেই বাড়ছে গ্রাহক অসন্তোষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *