কোন লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে খাড়গের নাম প্রস্তাব মমতার?

কোন লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে খাড়গের নাম প্রস্তাব মমতার?

mamata

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী হিসেবে কংগ্রেস সভাপতিকে তুলে ধরতে চাইছেন  বিরোধীরা? বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে। চব্বিশের লোকসভা নির্বাচনে বিরোধীরা প্রধানমন্ত্রীর মুখ হিসেবে কাকে তুলে ধরবেন তা নিয়ে নানা জল্পনা চলছিল। এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মুখ হিসেবে সরাসরি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন। এই প্রস্তাব সমর্থন করেছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। যদিও এ ব্যাপারে আগামীদিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ধারাবাহিক আলোচনার ভিত্তিতে। উল্লেখ্য খাড়গে অনগ্রসর শ্রেণি থেকে উঠে এসেছেন। তাই তাঁকে সামনে রাখলে বিজেপি সমস্যায় পড়বে বলে ‘ইন্ডিয়া’ জোট মনে করছে। এ প্রসঙ্গে খাড়গে বলেছেন,”এখনই এ নিয়ে আলোচনার দরকার নেই। আমি গরিব মানুষের কল্যাণের জন্য কাজ করতে এসেছি। ভোটে জেতার পর বিষয়গুলি ঠিক করা হোক।”

কিন্তু প্রশ্ন হল মমতা কংগ্রেস সভাপতির নাম প্রধানমন্ত্রীর মুখ হিসেবে উল্লেখ করলেন কেন? আসলে তৃণমূলের মূলত  অ্যালার্জি রয়েছে গান্ধী পরিবার নিয়ে। বলা ভাল রাহুল গান্ধীকে নিয়ে সমস্যা রয়েছে তৃণমূলের। তাই কয়েক মাস আগেও রাহুল গান্ধী সম্পর্কে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আক্রমণাত্মক সুরে কথা বলেছেন। পচা ডোবার সঙ্গেও  কংগ্রেসের তুলনা করতে দেখা গিয়েছিল। কিন্তু জোট সূত্রে কংগ্রেসকে নিয়ে এখন তৃণমূল নরম মনোভাব নিয়ে চলছে। তার মূল কারণ হল রাহুল গান্ধীকে এখনও পর্যন্ত কংগ্রেস প্রধানমন্ত্রীর মুখ হিসেবে প্রোজেক্ট করেনি। যাতে খুশি তৃণমূল। আসলে জুনিয়র রাহুলের নেতৃত্ব মানতে রাজি নন মমতা, এমনটাই মনে করে রাজনৈতিক মহল। সেই জায়গা থেকে বর্ষীয়ান খাড়গেকে নিয়ে অসুবিধা নেই মমতা তথা তৃণমূলের। শুধু তাই নয়, অতীতে তৃণমূলের বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মক সুরে কথা বলতে দেখা গিয়েছে রাহুলকে। তৃণমূল সুবিধা করে দিচ্ছে বিজেপির, এমন অভিযোগ করতে শোনা গিয়েছিল রাহুলকে। সেই জায়গা থেকে খাড়গেকে নিয়ে অসুবিধা নেই মমতার। শুধু তাই নয়, খাড়গের নাম নিয়ে অন্য দলগুলি আপত্তি তুললে সেক্ষেত্রে মমতার নামও ভবিষ্যতে উঠে আসতে পারে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে। যেটা চাইছে তৃণমূল। তবে কি সেই কারণেই খাড়গের নাম কৌশলগত ভাবে উত্থাপন করেছেন মমতা? এর উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =