রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা বিক্রির সিদ্ধান্ত অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: অবশেষে ‘সুদিন’ ফিরছে দেশে! অন্তত সেই ইঙ্গিত দিলেন খোদ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ সর্বভারতীয় ইংরেজি দৈনিক ইকোনমিক্স টাইম প্রকাশিত খবরে সেই ‘সুদিনে’র সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিবৃতি প্রকাশ করে ওই ইংরেজি দৈনিক জানিয়েছে, ভারত সরকার চাইছে এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন আগামী মার্চ মাসের মধ্যে

imagesmissing

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা বিক্রির সিদ্ধান্ত অর্থমন্ত্রীর

নয়াদিল্লি: অবশেষে ‘সুদিন’ ফিরছে দেশে! অন্তত সেই ইঙ্গিত দিলেন খোদ দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ সর্বভারতীয় ইংরেজি দৈনিক ইকোনমিক্স টাইম প্রকাশিত খবরে সেই ‘সুদিনে’র সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিবৃতি প্রকাশ করে ওই ইংরেজি দৈনিক জানিয়েছে, ভারত সরকার চাইছে এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন আগামী মার্চ মাসের মধ্যে বিক্রি করে দিতে৷ ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া বিক্রির প্রস্তুতি শুরু হলেও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বিক্রির ব্যবস্থা এই প্রথম৷

ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানিয়েছেন, “আমরা এই বছর ঠিকঠাক ভাবে শেষ করতে পারব, এই প্রত্যাশা নিয়ে আমরা দু’টি সিদ্ধান্ত কার্যকর করার দিকে এগিয়ে যাচ্ছি৷’’ দু’টি রাষ্ট্রায়ত্ত সংস্থার কৌশলগত বিক্রয় করে চলতি অর্থবছরের বছরে ১ লক্ষ কোটি টাকারও বেশি ঘরে তোলাও লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র৷ সেই লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনকে বিক্রির পরিকল্পনা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷

সীতারমণ জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া বিক্রি নিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে অনেক আগ্রহ দেখা গিয়েছে৷ এক বছর আগে, বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার কারণে লোকসানে থাকা এয়ার লাইন্সের বিক্রয় বাতিল করতে হয়েছিল৷ এখন বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ অর্থমন্ত্রীর দাবি, “যদি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার না হয়, তবে আমরা ব্যাংকগুলি থেকে ঋণ নেওয়ার সুযোগ করে দিতে পারি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *