গ্যাসে আধার লিঙ্ক করাতে ৪২৬ টাকা! নানা বাহানায় অতিষ্ট গ্রাহকরা

গ্যাসে আধার লিঙ্ক করাতে ৪২৬ টাকা! নানা বাহানায় অতিষ্ট গ্রাহকরা

Link Aadhaar

কলকাতা: গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করাতে গিয়ে চরম হয়রান হতে হচ্ছে গ্রাহকদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বৃদ্ধ-বৃদ্ধারা৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে তবে আধার লিঙ্ক করাতে হচ্ছে তাঁদের৷ অনেক সময় আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও লিঙ্ক করানো সম্ভব হচ্ছে না৷ এর মধ্যে চাপানো হচ্ছে অতিরিক্ত বোঝা৷ নানা বাহানায় টাকা নেওয়া হচ্ছে গ্রাহকদের কাছ থেকে। 

বলা হয়েছে গ্যাসের সঙ্গে আধার লিঙ্কের বাধ্যতামূলক চার্জ ২৩৬ টাকা। তার সঙ্গে সুরক্ষা পাইপের জন্য দিতে হবে আরও ১৯০ টাকা। সব মিলিয়ে ৪২৬ টাকা৷ তবেই হবে আধার লিঙ্ক। টাকা না দিলে লিঙ্কও হবে না৷ সাফ জানিয়ে দিচ্ছেন গ্যাস এজেন্সির কর্মীরা। এমনই অভিযোগে শোরগোল পড়েছে পশ্চিম মেদিনীপুরে৷  চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার পাশেই রয়েছে ইন্ডেন গ্যাস সার্ভিসের অফিস। এই গ্যাস সার্ভিসের গ্রাহকরা বলছেন, টাকা দিলে তবেই এখানে আধার লিঙ্ক করা হচ্ছে৷ সবটাই জোরজুলুমে পরিণত হয়েছে৷ প্রয়োজন না থাকলেও তাই বাধ্য হয়ে কিনতে হচ্ছে সুরক্ষা পাইপ৷ এই কাণ্ডে রীতিমতো বিরক্ত গ্রাহকরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 6 =