slst
কলকাতা: হকের চাকরির দাবিতে দিনের পর দিন রাস্তায় পড়ে থেকে আন্দোলন চালাচ্ছে তাঁরা৷ এভাবে কেটে গিয়েছে ১৪ মাস৷ কিন্তু নিয়োগ মেলেনি৷ আদালতের দরজায় কড় নেড়েও মেলেনি সুরাহা। এবার নিয়োগের দাবি জানিয়ে একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে গিয়ে হাজির হলেন কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরিপ্রার্থীরা। কেন এই পদক্ষেপ? চাকরি প্রার্থীরা বলছেন, “আইনি জটে নিয়োগ থমকে গিয়েছে। উনি তো ভগবান। আমাদের পথ দেখান।” চাকরিপ্রার্থীদের আর্জি ফেলেননি বিচারপতিও৷ তিনি চাকরিপ্রার্থীদের ৪ প্রতিনিধির সঙ্গে দেখা করে কথাও বলেন৷ সমস্ত সমস্যার কথাও শোনেন৷ বিচারপতির পরামর্শ, “হাল ছাড়বেন না। লড়াই চালিয়ে যান। লিগাল এইডের পরামর্শ নিন।”
বুধবার বিকেল তখন পাঁচটা হবে৷ হঠাৎই সল্টলেকে বিচারপতির বাড়ির সামনে উপস্থিত হন ২০১৬ সালের এসএলএসটি-র চাকরিপ্রার্থীরা। হাতে ব্যানার। তাতে লেখা, ‘উনি ভগবান’, ‘আমাদের উদ্ধার করুন’। চাকরিপ্রার্থীদের মূল অভিযোগ, দিনের পর দিন চলে যাচ্ছে৷ যোগ্যপ্রার্থী হওয়া সত্ত্বেও চাকরি মিলছে না! তাঁদের চাকরিতে নিয়োগ সংক্রান্ত মামলাটি হাই কোর্টের আর এক বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বিচারাধীন।