weather conditions
কলকাতা: কি হাতে আর মাত্র চারদিন বাকি৷ তার পরেই বড়দিন। ২৫ ডেসেম্বর মানেই উৎসব৷ পিকনিক, ঘোরাঘুরি থেকে পার্টি, সব মিলিয়ে আনন্দের আমেজ৷ তারই মাঝে বাঙালির মনে প্রশ্ন, বড়দিনে শীত কেমন থাকবে? বড়দিনে শীত ‘বড়’ হবে না, নাকি চড়বে পারদ? সেই উত্তর স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, ২৫ তারিখ রাজ্যে তাপমাত্রা খানিক বাড়বে৷
বৃহস্পতিবার হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, রবিবার থেকে দুই বঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা বাড়বে। সোমবার রয়েছে বড়দিন। হাওয়া অফিস জানাচ্ছে, ওই দিন থেকেই রাতের তাপমাত্রা কয়েক দিনের জন্য ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তবে তাপমাত্রার এই হেরফের শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, দেখা যাবে উত্তরবঙ্গেও৷ এর ফলে কনকনে শীতের কামড় থেকে খানিক রেহাই মিললেও, সামগ্রিক ভাবে কোনও প্রভাব বোঝা যাবে না৷ বৃহস্পতিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।