new voters
নয়াদিল্লি: ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম তোলার হিড়িক এবার যেন মিসিং৷ সামনেই লোকসভা ভোট৷ এদিকে চলতি বছর যত সংখ্যক নতুন ভোটারের নাম তালিকায় তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে এবার ভোটার তালিকায় নাম তোলার আবেদন জমা পড়েছে মাত্র ১০ লক্ষ৷
অথচ বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে যে সমীক্ষা চালিয়েছেন, তাতে দেখা গিয়েছে, ১৭ ঊর্ধ্ব বা ১৮ বছরে পা দেওয়া তরুণ-তরুণীর সংখ্যা প্রায় ১৫ লক্ষ। তাঁরা প্রত্যেকেই যাতে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম জমা দেন, তার জন্য বিএলওদের নির্দেশও দিয়েছিলেন কমিশনের কর্তারা। ১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওা হয়। সেই কর্মসূচি শেষে হিসেব কষে দেখা যাচ্ছে, লক্ষ্যমাত্রার নিরিখে নতুন ভোটার হওয়ার যোগ্য অন্তত ৫ লক্ষ তরুণ-তরুণী ফর্মই জমা করেননি। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে তাঁরা ভোটদান করতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েই গেল৷