জীবন বিমা আছে? LIC-র নতুন নিয়মে সিঁদুরে মেঘের আশঙ্কা | Life insurance

Life insurance new rules কলকাতা:  মৃত্যুর পর পরিবার যাতে আর্থিক সমস্যায় না পড়ে, সেই কথা ভেবেই মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা সকলেই জীবন বিমায় বিনিয়োগ করে রাখেন৷…

Life insurance new rules

Life insurance new rules

কলকাতা:  মৃত্যুর পর পরিবার যাতে আর্থিক সমস্যায় না পড়ে, সেই কথা ভেবেই মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা সকলেই জীবন বিমায় বিনিয়োগ করে রাখেন৷ জীবন বিমা পলিসি গ্রহণ করা এবং সময়মতো প্রিমিয়াম দিতে থাকা বর্তমান সময়ে অবশ্যকরণীয় হয়ে দাঁড়িয়েছে৷  জীবন বিমা পলিসি বন্ধ করলে যাতে গ্রাহকরা আগের থেকে বেশি টাকা পান, সেই বিষয়ে নতুন নিয়ম এনেছে এলআইসি৷ কিন্তু বাড়তি এই অর্থ গ্রাহকের হাতে তুলে দেওয়ার জন্য, সম্প্রতি প্রিমিয়াম বৃদ্ধি করতে হয়েছে বিমা সংস্থাগুলিকে৷ 

Life Insurance New Rules 2024

জীবন বিমা নিগম বা এলআইসির  বিভিন্ন প্রকল্পে প্রিমিয়াম তো বেড়েছেই, সেই সঙ্গে এনডাওমেন্ট পলিসিতে থাকছে না দুরারোগ্য রোগের সুরক্ষা বাবদ বাড়তি বিমা করানোর সুবিধা৷ এনডাওমেন্ট ক্যানসার, কিডনি বিকল হয়ে পলিসিতে যাওয়া, হৃদযন্ত্র খারাপ হওয়ার মতো কিছু রোগে বিমাকারী মারা গেলে, বিমার টাকা পাওয়া যায়৷ এজন্য বাড়তি প্রিমিয়াম দিয়ে মূল প্রকল্পের অঙ্গ হিসেবে ‘ক্রিটিকাল ইলনেস রাইডার’ কিনতে হয়৷  নতুন ব্যবস্থায় এই সুবিধা বন্ধ করেছে এলআইসি৷  কমেছে সংস্থার এজেন্টদের কমিশনও৷  

Key Changes You Need to Know for Your Policy

বর্তমান নিয়মে, এনডাওমেন্টে ন্যূনতম বিমামূল্য হচ্ছে দ্বিগুন অর্থাৎ এটি ১ লক্ষ টাকা থেকে বেড়ে ২ লক্ষ টাকা হয়েছে৷ আগে ৫৫ বছর বয়স পর্যন্ত বিমা কেনা যেত, সেটাও কমে হয়েছে ৫০ বছর৷ বর্তমানে কেন্দ্র সরকার সব স্তরের মানুষকে বিমার অধীনে আনতে উদ্যোগী হয়েছে৷  এদিকে চড়া মূল্যবৃদ্ধির জমানায় বেশি প্রিমিয়াম দিতে পারার মতো ক্ষমতা নেই সাধারণ মানুষের৷ একদিকে যেমন বিমা প্রকল্প গ্রহণ করতে অক্ষম হচ্ছেন সমাজের একাংশ৷ অন্যদিকে তেমন প্রশ্ন উঠছে, নতুন ব্যবস্থায় অল্পসংখ্যক গ্রাহককে অতিরিক্ত সুবিধা দিতে গিয়ে বৃহত্তর অংশের উপরে বাড়তি আর্থিক বোঝা চাপানো হচ্ছে না তো? 

Key Changes in Life Insurance Policies

প্রবর্তিত নতুন নিয়ম অনুযায়ী, ন্যূনতম বিমার অঙ্ক ২ লক্ষ টাকা৷ অর্থাৎ গ্রাহকদের প্রায় দ্বিগুন প্রিমিয়াম দিতে হবে এই ন্যূনতম বিমা করতে গেলে৷ এতে মূলত ক্ষতি হবে গ্রামের মানুষের৷  আগে গ্রামীণ এলাকার মানুষদের ১ লক্ষের ছোট ছোট পলিসি করিয়ে বিমার আওতায় আনা হতো৷ বর্তমানে এই অতিরিক্ত প্রিমিয়ামের কারণে অনেকেই প্রকল্প কিনতে পারবেন না৷ এতে কেন্দ্রের সব মানুষকে বিমার আওতায় আনার উদ্দেশ্যও সফল হবে না৷ পাশাপাশি, কমিশন কমে যাওয়ার ফলে প্রকল্প বিক্রিতে উৎসাহ হারাবেন এলআইসি-র এজেন্টরা৷ 

Implications for Policyholders

এলআইসি-র পদক্ষেপে জীবন বিমা বিক্রি ধাক্কা খাবে বলে অভিমত সংস্থার এজেন্টদের৷ আগামী দিনে এলআইসি-র দেখানো পথে হাঁটতে পারে বাদবাকি জীবন বিমা সংস্থাগুলি৷ ফলে প্রিমিয়াম বাড়ায় ও প্রকল্পের নানা সুবিধা কমে যাওয়ার কারণে, বিমার আওতায় বেশি মানুষকে আনার প্রক্রিয়া সফল হবে না বলেই তাদের বিশ্বাস৷ নতুন ব্যবস্থায় বিমা বন্ধের প্রবণতা বাড়বে বলেই মনে করছেন বিমা এজেন্টদের একাংশ৷

আরও পড়ুন-

গণহত্যা মামলায় হাসিনা-সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাইবুনালের

দেশের সবচেয়ে বড় ছয় আইপিও-র মধ্যে লোকসানে পাঁচ? জানুন সত্যিটা

নভেম্বরে অবসর নেবেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, জানিয়ে দিলেন উত্তরসূরির নাম

পার্থর সুপারিশেই প্রাথমিকে ‘অযোগ্য’দের চাকরি, তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে

লক্ষ্মীপুজোয় লক্ষ্মীলাভ! DA বাড়ল সরকারি কর্মচারীদের, মিলবে বকেয়াও | DA Hike