বৈদ্যুতিক গাড়ি শিল্পে আসছে বড় বিপ্লব! ২০২৫ সালেই ঘুরবে খেলা! EV Car in India 2025

EV Car in India নয়াদিল্লি:  প্রায় ৮৫ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি পথে নামবে ২০২৫ সালের শেষাশেষি৷ বিশ্বব্যাপী গাড়ি প্রেমিকদের কাছে এটা বড়সড় একটা খবর৷ এর ফলে…

EV Car in India

EV Car in India

নয়াদিল্লি:  প্রায় ৮৫ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি পথে নামবে ২০২৫ সালের শেষাশেষি৷ বিশ্বব্যাপী গাড়ি প্রেমিকদের কাছে এটা বড়সড় একটা খবর৷ এর ফলে ভারতে ঢুকবে অন্তত ৫ লক্ষ বিদ্যুৎচালিত গাড়ি৷  বর্তমানে সারা পৃথিবীতে বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা ৬৪ মিলিয়ন৷ সংখ্যাটা ৩৩ শতাংশ বৃদ্ধি পাবে আগামী বছরে৷  

EV Car market

বিশ্বব্যাপী, ব্যবহৃত ব্যাটারিচালিত ও বৈদ্যুতিক যানবাহন (বিইভি) আগামী বছরের শেষের দিকে প্রায় ৬২ মিলিয়ন ইউনিট হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৩৫ শতাংশ বৃদ্ধি পাবে৷  প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক যানবাহন (পিএইচইভি) কিছুটা ধীর গতিতে বৃদ্ধি পেলেও, ২০২৫ সালে ২৩ মিলিয়ন ইউনিট ইনস্টল হবে বলে আশা করা হচ্ছে- যা ২০২৪ সালের তুলনায় ২৮ শতাংশ বেশি৷

EV Car in India

Electric Cars in India

২০২৫ সালের মধ্যে ভারতে ৫ লক্ষ বৈদ্যুতিক যান চালু হবে বলে আশা করা হচ্ছে৷ ব্যবহৃত বিইভিগুলির সংখ্যা মোট ৩ লক্ষ ৭০ হাজার ইউনিট হবে বলে অনুমান৷ ১২৯,৫০০ সংখ্যক পিএইচইভি ২০২৫ সালের মধ্যে রাস্তায় নামবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷

Best Electric Cars in India

ভারতের রাস্তায় বৈদ্যুতিক যানের সংখ্যা ২০২৫ সালে ৫১ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে৷ ২০৩০ সালের মধ্যে, গাড়ি নির্মাতারা কাঁচামালের ঘাটতির ঝুঁকি কমিয়ে ফেলতে পারবে, বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে৷ এই গাড়ির ৯৫ শতাংশের ব্যাটারিই পুনর্ব্যবহার করাও সম্ভব হবে৷ 

আরও পড়ুন-

দেশের মাটিতেই বুলেট ট্রেন তৈরি করবে এই  সংস্থা! বিনিয়োগ করবেন নাকি? | Share Price of BEML 

দেশের সবচেয়ে বড় ছয় আইপিও-র মধ্যে লোকসানে পাঁচ? জানুন সত্যিটা

কোটি কোটি টাকার স্টক মার্কেট জালিয়াতি, গ্রেফতার অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজার সহ তিন

মহীরুহ পতন! প্রয়াত রতন টাটা, শোকস্তব্ধ দেশ | Ratan Tata Death

অসুস্থ রতন টাটা! কেমন আছেন শিল্পপতি?