কালীপুজোর আগেই রাজ্য BJP-তে বড় রদবদল? আসছেন Amit Shah! লক্ষ্য ’২৬? | WB Elections 2026

Amit Shah Bengal Visit নয়াদিল্লি: দুর্গাপুজোয় আসেননি৷ এবার কালীপুজোর আগেই  বঙ্গ সফরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর অমিত…

Amit Shah Bengal Visit Amit Shah Durga Puja visit অমিত শাহ

Amit Shah Bengal Visit

নয়াদিল্লি: দুর্গাপুজোয় আসেননি৷ এবার কালীপুজোর আগেই  বঙ্গ সফরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ অক্টোবর অমিত শাহ কলকাতা সফরে আসবেন৷

WB Elections 2026

আগামী ২৪ অক্টোবর কলকাতায় বঙ্গ- বিজেপির নেতাদের যে সাংগঠনিক বৈঠক রয়েছে তাতেই অংশ নেওয়ার কথা শাহের৷ আর এই বৈঠক থেকেই কি রাজ্য বিজেপি নেতৃত্বে বড়সড় রদবদল আসতে চলেছে? 

Amit Shah Bengal Visit

Amit Shah’s Bengal Visit

বিজেপির অন্দরের খবর, অমিত শাহের বঙ্গ সফরের মধ্যে দিয়েই বাংলায় বিজেপির অন্দরে রদবদল হতে পারে৷ ইতিমধ্যেই বাংলা-সহ গোটা দেশে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়ে গিয়েছে৷ সেখানে আরজি কর হাসপাতালের ঘটনার জেরে এই কর্মসূচিতে কিছুটা ছাড় পেয়েছিলেন বাংলার বিজেপি নেতারা৷ এবার অমিত শাহ সেই কর্মসূচিতে গতি আনতে এবং নেতাদের বার্তা দিতে আসছেন৷ আগামী ২৪ অক্টোবর সল্টলেকের ইজেডসিসি-তে সাংগঠনিক বৈঠক রয়েছে বিজেপি নেতৃত্বের৷ সেখানে যোগ দেবেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেখানে ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর৷ 

Upcoming 2026 elections

গেরুয়া সুত্রের খবর, সল্টলেকের বৈঠকে অমিত শাহের হাজির থাকার সম্ভাবনা রয়েছে। কারণ সেখানে বঙ্গ-বিজেপির রদবদল নিয়ে আলোচনা হতে পারে৷ তখন বাছাই করা নামগুলিতে সিলমোহর দেবেন তিনি৷ এবার বাংলায় এই কর্মসূচির দায়িত্ব পেয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য৷ 

Amit Shah Bengal Visit India bans Hizb ut-Tahrir as terrorist group

Implications for the 2026 Elections

দুর্গাপুজোর পর এই কর্মসূচিতে জোর দিতে চান তিনিও৷  বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার নেতাদের এক কোটি সদস্য সংগ্রহ পার করার দায়িত্ব দিয়েছেন৷  যদিও সেটা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দিহান সব পক্ষই৷ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়৷ সেখানে যদি কিছু করা যায় এখন সেই চেষ্টা করা হচ্ছে৷

 

আরও পড়ুন-

গণহত্যা মামলায় হাসিনা-সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাইবুনালের

দেশের সবচেয়ে বড় ছয় আইপিও-র মধ্যে লোকসানে পাঁচ? জানুন সত্যিটা

নভেম্বরে অবসর নেবেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, জানিয়ে দিলেন উত্তরসূরির নাম

পার্থর সুপারিশেই প্রাথমিকে ‘অযোগ্য’দের চাকরি, তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে

লক্ষ্মীপুজোয় লক্ষ্মীলাভ! DA বাড়ল সরকারি কর্মচারীদের, মিলবে বকেয়াও | DA Hike