পার্থর সুপারিশেই প্রাথমিকে ‘অযোগ্য’দের চাকরি, তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে

Partha Chatterjee recruitment scam কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর সুপারিশেই নাকি প্রাথমিকে চাকরি…

Partha Chatterjee recruitment scam

Partha Chatterjee recruitment scam

কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর সুপারিশেই নাকি প্রাথমিকে চাকরি পেয়েছিলেন ‘অযোগ্য’রা৷ সিবিআইয় সূত্রে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য৷ বিকাশ ভবন থেকে উদ্ধার হওয়া নথি ঘেঁটে এই তথ্য জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা। (Partha Chatterjee recruitment scam)

প্রথমে ইডি-র হাতে গ্রেফতার Partha Chatterjee recruitment scam

শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রথমে ইডি-র হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ এর পরই সিবিআই-এর হাতে গ্রেফতার হন তিনি। তদন্তের স্বার্থে একাধিকবার জেরা করা হয়েছে তাঁকে। পাশাপাশি বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে প্রচুর নথি উদ্ধার করা করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সেখানেই ছিল প্রার্থীদের তালিকা। সিবিআইয়ের দাবি, তিনি এক আমলাকে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা পাঠিয়েছিলেন৷ সেই তালিকা নাম থাকা বেশ কয়েকজন চাকরিও পেয়েছেন৷

গ্রেফতার অর্পিতা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যপক দুনীতি হয়৷ বিপুল পরিমাণ আর্থিক লেনদেন ঘটে৷ পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহার উদ্ধার করে ইডি৷ এর পরেই পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করা হয়৷

 

Bengal: Partha Chatterjee was arrested on July 22, 2022, in the teacher recruitment scam. CBI reveals that unqualified candidates got jobs through his recommendations. Massive corruption and financial transactions involved, leading to Chatterjee and associate Arpita Mukherjee’s arrest.