কোটি কোটি টাকার স্টক মার্কেট জালিয়াতি, গ্রেফতার অ্যাক্সিস ব্যাঙ্কের ম্যানেজার সহ তিন

97 crore stock market fraud বেঙ্গালুরু: ৯৭ কোটি টাকার প্রতারণার অভিযোগে আটজনকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ৷ অ্যাক্সিস ব্যাঙ্কের নাগারভাভি শাখার ম্যানেজার কিশোর সাহু-সহ তিনজন সেলস…

97 crore stock market fraud

97 crore stock market fraud

বেঙ্গালুরু: ৯৭ কোটি টাকার প্রতারণার অভিযোগে আটজনকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ৷ অ্যাক্সিস ব্যাঙ্কের নাগারভাভি শাখার ম্যানেজার কিশোর সাহু-সহ তিনজন সেলস এক্সিকিউটিভ—মনোহর, কার্তিক ও রাকেশকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, মিউল অ্যাকাউন্টধারী চারজন—লাক্ষ্মীকান্ত, রাঘুরাজ, কেঙ্গেগৌদা এবং মালা সিপি—কে আটক করা হয়েছে। (97 crore stock market fraud)

৯৭ কোটি টাকার প্রতারণা 97 crore stock market fraud

সাইবার ক্রাইম পুলিশ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে এই প্রতারণার সঙ্গে যুক্ত ২৫৪টি মামলা নথিভুক্ত হয়েছে। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তরা ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৯৭ কোটি টাকার প্রতারণামূলক লেনদেন করেছে, যা ব্যাঙ্কের কর্মীরাই খুলেছিলেন৷

শেয়ার ট্রেডিং-এর নামে জালিয়াতি

প্রতারণার এই কাহিনী শুরু হয় মার্চ মাসে৷ উত্তর বেঙ্গালুরুর এক বাসিন্দা একটি WhatsApp গ্রুপে যোগদান করেন, যেখানে শেয়ার ট্রেডিং টিপস দেওয়া হয় এবং ১০ গুণ লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়। তিনি প্রথমে ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন এবং পরবর্তীতে তাঁর বিনিয়োগ পৌঁছয় ১.৫ কোটিতে৷

অ্যাক্সিস ব্যাঙ্কের এক মুখপাত্র জানান, ‘‘বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং আমরা তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি যাতে প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নেওয়া যায়।’’

 

 Business : Bengaluru police arrest eight, including Axis Bank manager Kishore Sahu, for a ₹97 crore scam. The fraud, involving 254 cases and six bank accounts, promised 10x returns through a WhatsApp group. Axis Bank is cooperating with ongoing investigations.